নিউইয়র্কে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন জায়েদ খান
নিউইয়র্ক থেকে চিত্রনায়ক জায়েদ খানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জায়েদ খানের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ এবং দ্য হিউম্যানিটেরিয়ান ফোকাস ফাউন্ডেশন থেকে যৌথভাবে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশি এই অভিনেতাসহ বিশ্বের ৪০ জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য তাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ অ্যায়ার্ড দেওয়ার সময় জায়েদ খানের নাম মোহাম্মদ জাহিরুল হক উল্লেখ করে।
এ বিষয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, 'করোনার সময়কালে মানবিক কর্মকাণ্ড তাদের দৃষ্টিতে এসেছে। কেননা তারা আমার কাছে আগেই আমার কর্মকাণ্ড সম্পর্কে মেইল চেয়েছে, আমি পাঠিয়েছি। আমার চলচ্চিত্রের কাজ জানতে চেয়েছে।' তিনি আরও বলেন, 'আমি একজন চিত্রতারকা, তাই তারা আমাকে মনোনীত করেছে।' এই অভিনেতা আরও বলেন. ' আমি আবেগ আপ্লুত, এই সম্মান আমি ধরে রাখার চেষ্টা করব। এই সম্মান শুধু আমার নয়, পুরো বাংলাদেশের।'