অনলাইন পাইরেসির কবলে ‘লিও’
ভারতীয় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ‘লিও’ মুক্তি পাওয়ার পরই সব রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতের এক হাজারেরও বেশি হলে সিনেমাটি মুক্তি পেয়েছে।
মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি! যেটি প্রথম দিনের আয়ের দিক থেকে সকল তামিল সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে। ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে।
এ ছাড়াও শুধু ভারতেই ‘লিও’ আয় করেছে ৬৫ কোটি রুপি! তবে এত কিছুর পরও একটা ধাক্কা খেয়েছে সিনেমাটি। কারণ এটি পাইরেসির কবলে পড়েছে।
সংবাদমাধ্যম পিঙ্কভিলার বরাতে আরও জানা যায়, অনলাইনের বিভিন্ন সাইটে সিনেমাটির এইচডি সংস্করণ দেখা যাচ্ছে। কেউ কেউ আবার সিনেমা হল থেকে সিনেমাটি সরাসরি স্ট্রিমিংও করেছেন!
লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘লিও’ সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন ও অর্জুনের মতো তারকারা।