‘মণ্টু পাইলট’কে বিয়ে করছেন শাকিবের নায়িকা
সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন পর্দার ‘মণ্টু পাইলট’ সৌরভ দাস। পাত্রী দর্শনা বণিক; যিনি শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন।
দর্শনা বণিক জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর আমরা বিয়ে করতে যাচ্ছেন তিনি। কলকাতার প্রথম সারির হোটেলে বসবে বিয়ের আসর।
বেশ কিছুদিন ধরেই এ জুটির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল টলিউডের আনাচে কানাচে। তখন তারা পরস্পরকে ‘ভাল বন্ধু’র আখ্যা দেন। অবশেষে সেই বন্ধুত্বই এবার পরিণতি পাচ্ছে। যার আয়োজন চলছিল গত ছ’সাত মাস ধরে।
জানা গেছে, বিয়ের দিন বাঙালি সাজেই দেখা যাবে হবু বর-কনেকে। দর্শনার বিয়ের লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। অন্যদিকে পর্দার ‘মণ্টু পাইলট’ সৌরভ সাজবেন ধুতি পাঞ্জাবীতে।