ফেরালেন শাকিব-অনন্ত, সভাপতি খুঁজে পাচ্ছেন না নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। এরই মধ্যে ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেও পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন নিপুণ আক্তার। কয়েক দিনের মধ্যেই প্যানেল ঘোষণা করবেন তিনি। এ ছাড়া সাবেক সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আলাদা একটি প্যানেলে নির্বাচন করার কথা জানিয়েছেন।
নিপুণ গেলো আসরের সভাপতি ইলিয়াস কাঞ্চনকে এবার আর পাশে পাচ্ছেন না। কাঞ্চন সরে যাওয়ার কারণে নতুন সভাপতির খোঁজে মন দিয়েছেন নিপুণ। দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু ফিরতে হচ্ছে খালি হাতে। জানা গেছে, প্রথমে শাকিব খানকে কয়েক দফা প্রস্তাব পাঠিয়েছেন এই নায়িকা। কিন্তু অনেক দিন ধরেই সমিতি নিয়ে আগ্রহী নন ঢালিউড খান।
এরপর নিপুণ হাজির হন অনন্ত জলিলের দরবারে। একা নন, সঙ্গে প্রযোজক মোহাম্মদ ইকবাল, খোরশেদ আলম খসরুসহ ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে গিয়েছিলেন। সবাই মিলে অনন্তকে প্রস্তাবটি দিয়েছিলেন বটে, কিন্তু মেলেনি গ্রিন সিগন্যাল। অগত্যা নিপুণের অথৈ দরিয়ায় সাঁতার কাটার ইতি ঘটেনি।
সোমবার (৪ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন না করার প্রসঙ্গে অনন্ত জলিল বললেন, ‘আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, সবার বিপদে আমি পাশে থাকবো। কিন্তু নির্বাচন করার মতো সময় আমার হাতে নেই।’
এদিকে শাকিব-অনন্তের পর নিপুণ নাকি অভিনেতা অমিত হাসানের সঙ্গেও আলাপ করেছেন। তবে কি তিনিই হবেন নিপুণের সভাপতি সঙ্গী? এ প্রশ্নের বিপরীতে অমিত হাসানের জবাব, ‘নির্বাচন করার পরিকল্পনা আছে। তবে কোন পদে করবো, সেটা এখনই বলতে পারছি না। তবে আমি নিপুণের সঙ্গেই আছি। আমার বিশ্বাস আছে, নির্বাচনে দাঁড়ালে অবশ্যই শিল্পীদের ভালোবাসা পাবো।’