কোক স্টুডিও বাংলায় ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’
দশকের পর দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফেরে ওয়ারফেজের গান ‘অবাক ভালোবাসা’। এবার নতুন আঙ্গিকে গানটি প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ১৯৯৪ সালে প্রকাশিত ওয়ারফেজের দ্বিতীয় অ্যালবাম ‘অবাক ভালোবাসা’র শিরোনাম সংগীত ছিল এটি। অ্যালবামটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। মূল গানটি ওয়ারফেজের সাবেক ভোকালিস্ট বাবনা করিমের লেখা ও সুর করা।
মূল গানটির প্রতি সম্মান জানিয়ে নতুন সংস্করণে নিয়ে এসেছে কোক স্টুডিও। এই গানের সংগীতায়োজন ও পারফরম্যান্সে ওয়ারফেজের পাশাপাশি ছিল কোক স্টুডিও বাংলা টিম। সংগীত প্রযোজনায় ছিলেন তৃতীয় সিজনের সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব, শেখ মনিরুল আলম টিপু ও সামির হাফিজ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ গানে আছে একটি কয়্যার, একটি স্ট্রিং অর্কেস্ট্রা এবং খুবই স্বতন্ত্র ধরনের গিটার রিফ, যা ওয়ারফেজের একেবারেই নিজস্ব। এই নতুন সংস্করণে গানটিকে শুধু যে নতুনভাবে কল্পনা করা হয়েছে, তা নয়, বরং এ গানের মূল আমেজটি ধরে রাখার চেষ্টা করা হয়েছে।
কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ বলেছে, ‘৪০ বছরে পা রাখলো আমাদের অসম্ভব ভালোবাসার ব্যান্ড ওয়ারফেইজ। আর এই অসাধারণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই আমরা নতুনভাবে নিয়ে এসেছি তাদেরই কালজয়ী সেই গান, যা প্রজন্মের পর প্রজন্মকে জড়িয়েছে অবাক এক ভালোবাসায়, মাতিয়েছে রিয়েল ম্যাজিকে।’
গানের গায়কিতে বাবনার সঙ্গে যুক্ত হয়েছেন পলাশ নূর, গিটারে ছিলেন সামির হাফিজ আর কমল, কি–বোর্ডে শামস, ড্রামসে টিপু ও বেইজে রজার।