‘সে স্বপ্নে আমার রান্না খায়’ কাকে ইঙ্গিত দিলেন পরী?
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা পরী মণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেছে। এরপর থেকে ছেলে (পুণ্য) পরী মণির কাছেই রয়েছে। এদিকে বিচ্ছেদের পর থেকে তাদের দু‘জনের মুখ দেখাদেখি এবং যোগাযোগ বন্ধ ছিল। তবে সম্প্রতি পরী মণির বাসায় গিয়েছিলেন শরিফুল রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও।
ঢালিউড থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন এই আলোচনার ঝড়, ঠিক সেই মুহূর্তে আজ শনিবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরী মণির একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নতুন করে রহস্যের দানা বেঁধেছে। স্ট্যাটাসে নায়িকা লিখেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’
সামাজিকমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পরীর এই পোস্ট। একজন জানতে চাইছেন—‘কে খাইলো তোমার রান্না স্বপ্নে?’ এমন প্রশ্নের উত্তরে পরী মণি বললেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!’
তবে নায়িকার পোস্টে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না থাকলেও নেটিজেনদের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না যে, প্রাক্তন স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন তিনি।
এর আগে, রাজের তাঁর বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করে পরী মণি বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’
প্রসঙ্গত, বর্তমানে পরী মণি নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। ক’দিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই’র জন্য নির্মিত হচ্ছে এটি।