বাগদানের ঘোষণা দিলেন টেলর সুইফট

যুক্তরাষ্ট্রের গায়িকা টেলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে বাগদানের ঘোষণা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে তারা বাগদানের ঘোষণা দেন।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তাঁরা লিখেছেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’
টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের ঘোষণার পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দেয়। ভক্তরা তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
গত দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালে গায়িকা অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্মের পর তাঁদের প্রেম শুরু হয়। তবে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন তিনবারের সুপার বোলজয়ী কেলসে।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও তারা সেই বছরের ডিসেম্বরে এসে বিষয়টি স্বীকার করেন।
এদিকে ভক্তদের চমকে দিয়ে চলতি মাসের শুরুর দিকে নতুন অ্যালবামের ঘোষণা দেন সুইফট। তাঁর ১২তম স্টুডিও অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। অ্যালবামটি আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে।