এক মঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের আলী আজমত

সংগীত প্রেমীদের জন্য আসছে এক প্রতীক্ষিত রাত। আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক মঞ্চে উঠছেন দুই দেশের দুই সংগীত কিংবদন্তি—বাংলাদেশের নগর বাউল জেমস ও পাকিস্তানের ব্যান্ড জুনুনের ভোকাল ও গিটারিস্ট আলী আজমত।
অ্যাসেন কমিউনিকেশনের আয়োজনে এবং স্টেট মিডিয়ার সহযোগিতায় এই আয়োজন রক ও সুফি সংগীতের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে বলে জানানো হয়েছে। আয়োজকদের ভাষায়, ‘এই রাত হবে সংগীতপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।’
এর আগে মেহেরপুরে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় জেমসের কনসার্ট বাতিল হয়েছিল। সেই আক্ষেপ কাটিয়েই এবার নতুন উদ্যমে মঞ্চে উঠতে যাচ্ছেন নগর বাউল। অন্যদিকে আলী আজমতের জন্য এটি বাংলাদেশে তৃতীয় সফর, তবে এককভাবে পারফর্ম করতে আসছেন এবারই প্রথম।
কনসার্টের সব খবর ও আপডেট পাওয়া যাবে আয়োজক অ্যাসেন বাজ ও গেট সেট রক-এর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়।
১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় পর্দা উঠবে এই প্রতীক্ষিত আয়োজনের। দুই রক তারকার এক মঞ্চে ওঠা নিয়ে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সংগীতপ্রেমীদের মাঝে।