স্বামীর জন্মদিনে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

সিনেমায় অভিনয়ের পাশাপাশি, ব্যক্তিগত জীবনও সমানতালে সামলে চলেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়, সংসার, মাতৃত্ব সব দায়িত্বেই তিনি সেরা। গতকাল সোমবার স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা। একইসঙ্গে সামাজিক পাতায় স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন ঋতুপর্ণা। কিন্তু আপনি কি জানেন, কীভাবে শুরু হয়েছিল ঋতুপর্ণা আর সঞ্জয়ের প্রেম?
ছোটবেলা থেকেই ঋতুপর্ণা ও সঞ্জয় একে-অপরকে চিনতেন। বন্ধুত্ব থেকেই ভালোবাসা। আর তারপর ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর বিয়ে করেন তারা। দেখতে দেখতে দু‘জনের বৈবাহিক জীবনের বয়স ২৬।
ঋতুপর্ণা নিজের মুখেই জানিয়েছিলেন তাদের প্রেমকাহিনি। আনন্দবাজার অলাইনকে অভিনেত্রী বলেন, ‘তখন আমি সপ্তম শ্রেণিতে পড়ি। আর ও (সঞ্জয়) ক্লাস টেনে পড়ে। তখন থেকে আমাদের বাড়িতে যাওয়া-আসা। বরাবরের গুরুগম্ভীর, পড়াশোনায় ভালো পরে বিদেশে পড়তে গেল।’

তিনি আরও বলেন, ‘আমার বাবার একটাই চাওয়া, ছেলেকে শিক্ষিত হতে হবে। মায়ের দাবি, ছেলে ভালো পরিবারের হওয়া যাই। সঞ্জয় তাই যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল মা-বাবা দ্বিতীয় বার ভাবেনি।’
সঞ্জয় মোবিঅ্যাপস নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও। কাজের সূত্রে সিঙ্গাপুরেই থাকেন সঞ্জয়। এমনকী, ঋতুপর্ণার দুই সন্তানের জন্ম ও পড়াশোনা সেখানেই। কলকাতা ও সিঙ্গাপুরে মিলিয়ে মিশিয়ে থাকেন ঋতুপর্ণা। সঞ্জয় ও ঋতুপর্ণার দুই সন্তান, ছেলে অঙ্কন ও মেয়ে নিয়া।
মাঝেসাঝেই ঋতুপর্ণার সিনেমার প্রিমিয়ার কিংবা সাকসেস পার্টিতে দেখা মেলে সঞ্জয়ের। কখনো আবার সঙ্গে থাকেন দুই সন্তান অঙ্কন ও নিয়াও।