রুবেলের কণ্ঠে নতুন দুই গান

এম আর রুবেলের কণ্ঠে প্রকাশিত হলো দুটি মৌলিক গান— ‘প্রেম বাজার’ ও ‘কান্দে আমার সোনাবন্দে’। সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে গান দুটি, যা প্রকাশ করেছে ‘এম আর রুবেল মিউজিক’।
‘প্রেম বাজার’ গানের গীতিকার ও সুরকার রুবেল নিজেই। আর ‘কান্দে আমার সোনাবন্দে’ গানের কথা লিখেছেন লিপি মণ্ডল, সুর–সংগীত করেছেন লিটন দাস।
নতুন ডুয়েট গান নিয়েও ব্যস্ত এই গায়ক। জনপ্রিয় কণ্ঠশিল্পী শম্পা বিশ্বাস–এর সঙ্গে একটি ডুয়েট গানের কাজ চলছে। পাশাপাশি ডলি সায়ন্তনী ও বিন্দু কনা–র সঙ্গে আরও দুটি নতুন ডুয়েট গান করার পরিকল্পনা রয়েছে তার।