জন্মদিনে প্রিয়দর্শিনী মৌসুমীকে ওমর সানীর আবেগঘন শুভেচ্ছা
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন মানেই স্বামী, অভিনেতা ওমর সানীর কাছে এক বিশেষ অনুভূতির দিন। তবে ব্যক্তিগত এবং পারিবারিক পরিস্থিতির কারণে গত দুই বছর ধরে এই বিশেষ দিনটি তিনি স্ত্রীর পাশে থেকে ঘটা করে উদযাপন করতে পারছেন না। প্রিয়দর্শিনী মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে তার অসুস্থ মায়ের সেবার জন্য অবস্থান করছেন, আর ওমর সানী রয়েছেন দেশে। ভৌগোলিক দূরত্ব থাকলেও, স্ত্রীকে ভালোবাসা জানাতে মোটেও ভুল করেননি এই অভিনেতা। এবারের জন্মদিনে ওমর সানী ফেসবুকে মৌসুমীর সঙ্গে দুটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন।
পোস্টে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।’ এর পাশাপাশি, তিনি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে যারা ‘উল্টাপাল্টা নিউজ’ করে তাদের কঠোর সমালোচনা করে নিন্দা জানিয়েছেন।
২০২৩ সাল থেকে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিশেষ কারণে দেশে ফেরা তার পক্ষে সম্ভব হয়নি। ফলে গত বছরের মতো এবারের জন্মদিনটিও দেশের বাইরে তার পরিবার ও কন্যার সঙ্গে উদযাপন করছেন তিনি। গত বছরও ওমর সানী প্রিয় স্ত্রীকে পাশে না পেয়ে মন খারাপের কথা জানিয়েছিলেন, তবে পারিপার্শ্বিক পরিস্থিতি মেনে নিতে হয়েছে বলে উল্লেখ করেন। যদিও এই জুটির জন্মদিন উদযাপন টানা দ্বিতীয় বছর সশরীরে সম্ভব হলো না, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর সানীর দেওয়া এই বার্তাটি তাদের অটুট ভালোবাসা ও বন্ধনের প্রতীক হিসেবেই দেখছেন ভক্তরা।

বিনোদন ডেস্ক