হাসপাতালে ভর্তি প্রয়াত গায়ক জুবিনের স্ত্রী
জুবিন গার্গের স্ত্রী গারিমা সাইকিয়া গর্গ বর্তমানে গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন। স্বামীর আকস্মিক মৃত্যু এবং তাঁর শেষ চলচ্চিত্র 'রই রই বিনালে'-এর কাজ নিয়ে ব্যস্ততার কারণে সৃষ্ট মানসিক চাপ ও শোকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে গারিমার শরীরে পানির পরিমাণ কমে গেছে এবং দীর্ঘ রাত জেগে শোকে থাকার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
বর্তমানে তিনি ডাক্তার ব্রজেন লখরের তত্ত্বাবধানে আছেন এবং তাঁর রক্ত পরীক্ষা, আলট্রাসাউন্ড ও ইসিজি সহ প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন হয়েছে। আপাতত শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে সাঁতার কাটার সময় জুবিন গার্গের মৃত্যু হয়, যা সমগ্র আসামকে শোকে স্তব্ধ করে দিয়েছে। জুবিনের অনুরাগীরা বর্তমানে গারিমার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছেন।

বিনোদন ডেস্ক