বাজেট ১৫০ থেকে বেড়ে ৪০০ কোটি : সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে ‘কিং’?
বলিউডে এখন আলোচনার কেন্দ্রে শাহরুখ খানের আসন্ন অ্যাকশন সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত এই সিনেমা প্রতিদিনই যেন আরও বিশাল রূপ নিচ্ছে। ইতোমধ্যেই এটি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে চর্চায় এসেছে।
ভারতের গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘কিং’-এর প্রোডাকশন বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। তবে আরেক গণমাধ্যম তুপাকি ইংলিশ এর খবর বলছে, বাজেট ইতোমধ্যেই ৪০০ কোটি ছাড়িয়েছে। অর্থাৎ, শাহরুখ খানের ‘কিং’ এখন ভারতের সবচেয়ে দামি অ্যাকশন সিনেমা।
প্রথমে সিনেমাটির পরিকল্পনা ছিল মাত্র ১৫০ কোটির মধ্যে। তখন পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ, আর শাহরুখের ভূমিকা ছিল অতিথি চরিত্রে। কিন্তু গল্পের বিস্তার ও ভিজ্যুয়ালের পরিধি দেখে শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দ সিদ্ধান্ত নেন সিনেমাটিকে আন্তর্জাতিক মানে পুনর্গঠন করার। শাহরুখ তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেন, আর সিদ্ধার্থ সিনেমার স্কেল এমনভাবে গড়ে তোলেন যে বাজেট বেড়ে দাঁড়ায় তিন গুণেরও বেশি।
বলিউড হাঙ্গামা এক সূত্রের বরাতে জানাচ্ছে, সিনেমাটিতে থাকছে ছয়টি বৃহৎ অ্যাকশন দৃশ্য—এর মধ্যে তিনটি বাস্তব লোকেশনে ধারণ করা হবে, আর তিনটি তৈরি হবে বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখ খানের প্রবেশ দৃশ্যটি নাকি হবে সিনেমার সবচেয়ে চোখধাঁধানো অংশ, যার পেছনে ব্যয় করা হচ্ছে বিপুল অর্থ।
‘কিং’ যৌথভাবে নির্মাণ করছে শাহরুখ খানের নিজস্ব প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের প্রতিষ্ঠান মার্কারি প্রোডাকশনস। মুক্তির সম্ভাব্য সময় ২০২৬ সাল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণ, ‘কিং’ কেবল শাহরুখ খানের আরেকটি সিনেমা নয়—এটি হতে যাচ্ছে ভারতীয় অ্যাকশন ধারার এক নতুন যুগের সূচনা, যেখানে বাজেট, প্রযুক্তি ও কল্পনা—সবই ছুঁয়ে যাচ্ছে বৈশ্বিক মান।

বিনোদন ডেস্ক