ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’, এখন কেমন আছেন অভিনেতা?
ওপার বাংলার ‘একেন বাবু’ খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কলকাতার চারুমার্কেট থেকে রাসবিহারী যাচ্ছিলেন তিনি। পথেই ঘটে বিপত্তি—একটি বাসের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি।
হিন্দুস্থান টাইমস বাংলার এক প্রতিবেদনে জানাচ্ছে, টালিগঞ্জ ব্রিজের নিচে একটি ভলভো বাস হঠাৎ ধাক্কা দিলে অনির্বাণের গাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে অভিনেতা এবং তার গাড়ির চালক দুজনেই শারীরিকভাবে নিরাপদ থাকেন।
অনির্বাণ জানান, একটি অনুষ্ঠানে যাওয়ার সময় আচমকাই সামনে আরেকটি গাড়ি ঢুকে পড়ে। সেটিকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাসের চালক উল্টো তার সঙ্গেই উদ্ধত আচরণ করেন এবং দায় এড়াতে পালানোর চেষ্টা করেন। অনির্বাণ বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে তিনি টালিগঞ্জ ও চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পরে অনির্বাণের গাড়ি আর চালানোর মতো অবস্থায় ছিল না। তাই পুলিশি প্রহরায় তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
ওটিটির দুনিয়ায় অভিনয় দিয়ে পরিচিতি পেলেও অনির্বাণ চক্রবর্তীর সবচেয়ে বড় জনপ্রিয়তা আসে ‘একেন বাবু’ গোয়েন্দা চরিত্রে অভিনয় করে।

বিনোদন ডেস্ক