লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে আপ্লুত দিলারা জামান
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি আসরে এক আবেগঘন মুহূর্তের জন্ম দেন বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামান। দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। মঞ্চে জুয়েল আইচের হাত থেকে পুরস্কার গ্রহণের সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন দিলারা জামান।
মঞ্চে উঠে কৃতজ্ঞতার কথা জানান দিলারা জামান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এই সম্মান তাঁর দীর্ঘ পথচলার প্রতি ভালোবাসার এক স্মারক। কথার চেয়ে চোখের ভাষাই তখন বেশি কথা বলছিল।
দর্শকসারিতে বসে থাকা সহকর্মী, শুভানুধ্যায়ী ও নতুন প্রজন্মের শিল্পীদের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থাকেন তিনি। সেই নীরবতার মধ্যেই ধরা পড়ে বছরের পর বছর মঞ্চ, ক্যামেরা আর আলো–ছায়ার ভেতর দিয়ে গড়ে ওঠা একটি জীবনের গল্প।
সিলভার জুবিলির এই বিশেষ রাতে দিলারা জামানের হাতে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়ার মুহূর্তটি হয়ে ওঠে অনুষ্ঠানের সবচেয়ে স্মরণীয় দৃশ্যগুলোর একটি। করতালির সঙ্গে সঙ্গে মিলনায়তন ভরে ওঠে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসায়—যা বলে দেয়, সময় পেরোলেও তাঁর উপস্থিতি এখনও সমানভাবে অনুভূত।

বিনোদন ডেস্ক