মন্দিরার নাচে শুরু হলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড
মঞ্চে আলো জ্বলার সঙ্গে সঙ্গে শুরুটা হয়ে গেল নাচে। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি আসর উদ্বোধন করলেন মন্দিরা চক্রবর্তী। তাঁর ‘কাজলরেখা’ সিনেমার জনপ্রিয় গান ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ দিয়ে শুরু হয় এই বিশেষ রাতের আনুষ্ঠানিকতা। সুর, নাচ আর আলোর মেলবন্ধনে মুহূর্তেই প্রাণ পায় পঁচিশ বছরের ঢালিউডের গল্প।
এর আগে সন্ধ্যা গড়াতেই রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের রেড কার্পেটে একে একে হাজির হন বিনোদন অঙ্গনের পরিচিত মুখেরা। রেড কার্পেট পর্বে এদিন উপস্থিত ছিলেন বিনোদন অঙ্গনের নানা প্রজন্মের পরিচিত মুখ। অভিনেত্রী মুনীরা মিঠু, নায়িকা রোজিনা এবং অভিনেত্রী তাসদিক নমিরা আহমেদ রেড কার্পেটে হাজির হয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা দেন। পাশাপাশি ছিলেন অভিনেতা মিশা সওদাগর, শওকত আলী ইমন ও সুরকাররা।
এ ছাড়া অভিনেত্রী মৌ শিখা, অভিনেতা শাহেদ শরিফ খান, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেতা সাঞ্জু জন এবং কণ্ঠশিল্পী সালমার উপস্থিতিতেও রেড কার্পেট মুখর হয়ে ওঠে।
রেড কার্পেটে আরও দেখা যায় জাদুশিল্পী জুয়েল আইচ ও তাঁর সহধর্মিনী বিপাশা আইচ, কণ্ঠশিল্পী নিশি শ্রাবনী, অভিনয়শিল্পী ইয়াশ রোহান এবং কণ্ঠশিল্পী শাহরিন সুলতানা মীমকে।
অভিনেতা শফিউল আলম বাবু তাঁর কন্যা নবাগত নায়িকা মেলিতা মেহজাবিন অর্পাকে নিয়ে উপস্থিত হন। একই সঙ্গে রেড কার্পেটে ছিলেন অভিনেত্রী মেহজাবিন। বিভিন্ন সময়ের এই উপস্থিতিগুলো রেড কার্পেট পর্বে যোগ করে আলাদা মাত্রা।
শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬’-এর সিলভার জুবিলি আসর। দীর্ঘ পঁচিশ বছরের এই পুরস্কার আয়োজনের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মুহূর্ত, কারণ প্রথমবারের মতো দেশের মাটিতে বসেছে এই আয়োজন। ২০০২ সাল থেকে যুক্তরাষ্ট্রে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসা এই অ্যাওয়ার্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের সংস্কৃতি ও বিনোদনের পরিচিত এক নাম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সিনেমা, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে ত্রিশের বেশি শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি থাকছে স্মরণীয় পরিবেশনা, পুরোনো মুহূর্তের পুনঃউদযাপন এবং ঢালিউডের পথচলার সংক্ষিপ্ত ফিরে দেখা।
এই বিশেষ রাতের প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করছে এনটিভি। অনুষ্ঠানটি দেখা যাচ্ছে এনটিভির পর্দায়, এনটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দেশ ও বিদেশের দর্শকরা একসঙ্গে উপভোগ করছেন আলো, সুর আর স্মৃতির এই সন্ধ্যা।
আয়োজকদের বিশ্বাস, ঢাকায় অনুষ্ঠিত এই সিলভার জুবিলি ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডের ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করবে—যেখানে পেছনের পঁচিশ বছরের পথচলা ও সামনে থাকা সময় একসঙ্গে দাঁড়াবে একই মঞ্চে।
এই সিলভার জুবিলি আসরের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ এবং পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ। আয়োজনটি ধারাবাহিকভাবে পরিচালনা করছে শো টাইম মিউজিক এন্ড প্লে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সিনেমা ও সংগীতকে তুলে ধরছেন।

বিনোদন ডেস্ক