পর্দা নামল ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের, সম্মাননা জিতলেন যারা
ঢালিউডের পঁচিশ বছরের পথচলার স্মৃতি, সুর আর মানুষের গল্প নিয়ে পর্দা নামল ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি আসরের। শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে এক মঞ্চে মিলিত হয়েছিলেন বিভিন্ন সময়ের শিল্পী, নির্মাতা ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্টরা।
মঞ্চে আলো জ্বলার সঙ্গে সঙ্গে নাচে শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। ‘কাজলরেখা’ সিনেমার গান ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ পরিবেশনের মাধ্যমে আসর উদ্বোধন করেন মন্দিরা চক্রবর্তী। সুর, নাচ আর আলোর মেলবন্ধনে শুরুতেই প্রাণ পায় পুরো মিলনায়তন।
এর আগে সন্ধ্যা গড়াতেই রেড কার্পেটে একে একে হাজির হন বিনোদন অঙ্গনের পরিচিত মুখেরা। অভিনেত্রী মুনীরা মিঠু, নায়িকা রোজিনা, অভিনেত্রী তাসদিক নমিরা আহমেদ, অভিনেতা মিশা সওদাগর, শওকত আলী ইমনসহ ছিলেন নানা প্রজন্মের শিল্পীরা। উপস্থিত ছিলেন মৌ শিখা, শাহেদ শরিফ খান, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সাঞ্জু জন, কণ্ঠশিল্পী সালমা, জাদুশিল্পী জুয়েল আইচ ও বিপাশা আইচ, নিশি শ্রাবনী, ইয়াশ রোহান, শাহরিন সুলতানা মীম, শফিউল আলম বাবু ও তাঁর কন্যা মেলিতা মেহজাবিন অর্পা এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মতো তারকারা।
অনুষ্ঠানের শুরুতেই আবেগঘন মুহূর্ত আসে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ঘোষণার সময়। দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। মঞ্চে উঠে আবেগ সামলাতে পারেননি তিনি। সংক্ষিপ্ত কৃতজ্ঞতায় কথার চেয়ে চোখের ভাষাই বেশি কথা বলে।
সারা সন্ধ্যায় সিনেমা, সংগীত, নাটক ও ডিজিটাল মাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। জনপ্রিয়তার পাশাপাশি সমালোচক পছন্দ—দুই ধারাতেই সম্মাননা পেয়েছেন শিল্পীরা।
এই বিশেষ আসরের প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করে এনটিভি, এনটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী। আয়োজনটির টাইটেল স্পন্সর ছিল গোল্ডেন এইজ এবং পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ।
ঢাকায় অনুষ্ঠিত এই সিলভার জুবিলি আসরের মাধ্যমে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নতুন এক অধ্যায় যোগ করল—যেখানে পেছনের পঁচিশ বছরের স্মৃতি আর সামনে থাকা সময় এক মঞ্চে এসে দাঁড়াল।
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫ এর পুরস্কারপ্রাপ্তদের ক্যাটাগরি ও নাম
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
দিলারা জামান
সেরা ফোক কণ্ঠশিল্পী
সুলতানা ইয়াসমিন লায়লা
সেরা ব্যান্ড
চিরকুট
সেরা জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী
দিলশাদ নাহার কনা
সেরা নারী কণ্ঠশিল্পী (সমালোচক পছন্দ)
সোমনূর মনির কোনাল
সেরা পুরুষ কণ্ঠশিল্পী (সমালোচক পছন্দ)
ইমরান মাহমুদুল
বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
আদনান আল রাজীব
বেস্ট রাইজিং স্টার অ্যাওয়ার্ড
মন্দিরা চক্রবর্তী
সেরা নৃত্য পরিচালক (কোরিওগ্রাফার)
ইভান শাহরিয়ার সোহাগ
সেরা রবীন্দ্রসংগীত শিল্পী
স্বপ্নীল সজীব
সেরা সংগীত পরিচালক
ইমরান মাহমুদুল
সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক পছন্দ)
মেহজাবীন চৌধুরী
সেরা নারী কণ্ঠশিল্পী (ইউএসএ)
রানু নেওয়াজ
সেরা পুরুষ কণ্ঠশিল্পী (ইউএসএ)
অনিক রাজ
রাইজিং সিঙ্গার (ইউএসএ)
শারাব আজমান
ঢালিউড সিলভার জুবিলি অ্যাওয়ার্ড
আসিফ আকবর
রবি চৌধুরী
সেরা নাটক অভিনেতা (সমালোচক পছন্দ)
জিয়াউল হক পলাশ
সেরা সংগীত পরিচালক (সমালোচক পছন্দ)
শওকত আলী ইমন
সেরা জনপ্রিয় নাটক পরিচালক
মোহাম্মদ মোস্তফা কামাল রাজ
সেরা জনপ্রিয় নাটক অভিনেত্রী
তানজিম সাইয়ারা তটিনী
ঢালিউড স্পেশাল অ্যাওয়ার্ড
এস আই শুমন
সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (নাটক) – পুরুষ
শহীদুজ্জামান সেলিম
সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (চলচ্চিত্র) – পুরুষ
মিশা সওদাগর
জনপ্রিয় নারী অভিনেত্রী (নাটক)
তানজিন তিশা
সেরা গীতিকার
কবির বকুল
ঢালিউড রাইজিং সিঙ্গার
পার্ণা আর দাস
সেরা জনপ্রিয় নাটক অভিনেতা
ফারহান আহমেদ জোভান
সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (চলচ্চিত্র) – নারী
মুনীরা মিঠু
সেরা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী
তমা মির্জা
বেস্ট রিয়েলিটি শো
হা-শো
সেরা চিত্রনাট্যকার (নাটক)
সিদ্দিক আহমেদ
সেরা উপস্থাপক
রাফসান সাবাব
সেরা চলচ্চিত্র
উৎসব
সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (নাটক) – নারী
দীপা খন্দকার
সেরা জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক
রায়হান রাফী
সেরা চলচ্চিত্র পরিচালক
রায়হান রাফী (তাণ্ডব)
সেরা নাটক পরিচালক (সমালোচক পছন্দ)
কাজল আরেফিন অমি
বেস্ট এআই এডুকেটর কনটেন্ট ক্রিয়েটর
রবিন রাফান
সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক পছন্দ)
আফরান নিশো (দাগি)
সেরা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা
শাকিব খান (বরবাদ)

বিনোদন ডেস্ক