রোজার ইনস্টাগ্রামে এখনো অমলিন তাহসানের স্মৃতি
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর বেজে উঠেছে। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়ে নতুন জীবন শুরু করলেও বছর না ঘুরতেই বিচ্ছেদের খবরটি সামনে এলো।
জানা গেছে, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এর জেরে গত জুলাই মাস থেকেই তারা আলাদা থাকছেন এবং বর্তমানে চূড়ান্ত বিচ্ছেদের পথে হাঁটছেন। বিষয়টি নিশ্চিত করে তাহসান খান গণমাধ্যমকে জানান, খবরটি সত্য এবং দীর্ঘ দিন ধরেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাইলেও বিবাহবার্ষিকী ঘিরে বিভিন্ন গুঞ্জন চলায় তিনি বিষয়টি পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব করেন।
বিচ্ছেদের সুর বাজলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো তার কোনো প্রতিফলন দেখা যায়নি রোজার পক্ষ থেকে। রোজার ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো শোভা পাচ্ছে দুজনের সুন্দর মুহূর্তের ছবিগুলো। এমনকি বিয়ের বিশেষ ছবিটি তিনি পিন করে রেখেছেন সবার উপরে। গত জুলাই থেকে আলাদা থাকলেও তাহসানকে নিজের জীবন থেকে মুছে ফেলার কোনো ছাপ এখনো রোজার সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়নি।
উল্লেখ্য, রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। পেশায় তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট, যার নিউইয়র্কে নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছিলেন তাহসান, যা ২০১৭ সালে ১১ বছরের মাথায় ভেঙে যায়। দীর্ঘ বিরতির পর রোজার সাথে নতুন করে সংসার সাজাতে চাইলেও তা এখন বিচ্ছেদের দ্বারপ্রান্তে।

বিনোদন ডেস্ক