গানের কথায় বিপিএল মাঠে আছেন জীবনও
ক্রিকেট আর গান—এই দুইয়ের বন্ধন রবিউল ইসলাম জীবনের কাছে নতুন নয়। বাংলাদেশ দলের ম্যাচ মানেই স্টেডিয়ামে কিংবা পর্দায় ভেসে ওঠে তাঁর লেখা ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। দীর্ঘদিন ধরেই ক্রিকেটকে ঘিরে গানের ভাষা তৈরি করে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গীতিকার। চলমান বিপিএল আসরেও তার ব্যতিক্রম হয়নি। গানে গানে মাঠে উপস্থিত রয়েছেন জীবন।
এবারের বিপিএলে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স—দুই দলের থিম সংের কথাই লিখেছেন তিনি। এর মধ্যে রাজশাহী ওয়ারিয়র্সের থিম সংটির শিরোনাম ‘জিতে লি বে’। নাভেদ পারভেজের সুর ও সংগীতে গানটি গেয়েছেন সাম্যব্রত দৃপ্ত ও মৌমিতা তাশরিন নদী। রাজশাহীর ম্যাচ চলাকালে গানটি বাজছে মাঠের গ্যালারিতে, পাশাপাশি উন্মুক্ত করা হয়েছে দলটির ফেসবুক পেজেও।
অন্যদিকে সিলেট টাইটানসের থিম সংয়ে সুর ও সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এতে বিশেষ র্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন সিফাত আব্দুল্লাহ আবির। সিলেটের ম্যাচগুলোতেও নিয়মিত শোনা যাচ্ছে এই গান।
গান দুটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘আমি ক্রিকেট পাগল মানুষ। সুযোগ পেলেই মাঠে ছুটে যাই। ক্রিকেট নিয়ে লিখতে পারাটা আমার জন্য সবসময়ই আনন্দের। এবারও সেই আনন্দের মধ্যেই আছি। রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য।’
উল্লেখ্য, ক্রিকেট নিয়ে এ পর্যন্ত দুই ডজনের বেশি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। এর মধ্যে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে। পাশাপাশি ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’, ‘লড়বে এবার বাংলাদেশ’ গানগুলোও শ্রোতাদের মধ্যে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এর আগে ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, সিলেট সিক্সারস, রংপুর রাইডার্স, রাজশাহী রয়েলস ও মিনিস্টার রাজশাহীর থিম সংের কথাও লিখেছেন তিনি।

বিনোদন ডেস্ক