ইডিমা আসলে কী?
ইডিমা বা শরীরে পানি আসার সমস্যায় অনেকেই ভোগেন। ইডিমা আসলে কী, এ বিষয়ে কথা বলেছেন ডা. আনিসুর রহমান। বর্তমানে তিনি শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৫২তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : ইডিমা আসলে কী?
উত্তর : আমাদের কাছে অনেক সময় রোগীরা পা ফোলা বা পেট ফোলা নিয়ে আসে। অনেক সময় মুখ ফোলা নিয়েও আসে। আমাদের কাছে রোগী এলে আমরা সাধারণত পা দেখি। আমরা চাপ দিয়ে দেখি ফুলল কি না। যদি চাপ দিলে ডেবে যায় তাহলে বলা হয় ইডিমা। অনেক সময় আবার দেবে যায় না। একে বলি নন পিটিং ইডিমা। যেটি দেবে যায়, তাকে বলি পিটিং ইডিমা।
সে বলবে হাঁটলেই আমি ক্লান্ত হয়ে যাই। হেঁটে গেলে কিছুক্ষণ পর দেখা যায় শ্বাসকষ্ট হয়। পরিশ্রম করতে গেলেও শ্বাসকষ্ট হয়।
আমরা জিজ্ঞেস করি, জন্ডিস হয়েছিল কি না। লিভারের সমস্যা জানতে হবে। কারণ ধরে ধরে আমরা চিকিৎসা করি। দেখা যায়, ওষুধ খাওয়ার জন্য হয়তো ফুলে গেছে। সে জানেই না যে ওষুধের কারণে সমস্যা হচ্ছে।