উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ করা ঠিক নয় কেন?
উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া নিয়ে অনিহা থাকে অনেকের ভেতর। আবার ওষুধ খাওয়ার পর কিছুটা সুস্থবোধ করলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন অনেকে।
আসলে উচ্চ রক্তচাপের ওষুধ আজীবন খেতে হয়। না হলে বিভিন্ন জটিলতা তৈরি হয়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোক, হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা থাকে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬১৭তম পর্বে কথা বলেছেন ডা. মো. আবদুর রহিম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া নিয়ে অনেকের ভেতর অনিহা কাজ করে। অনেকে আবার কিছুদিন খাওয়ার পর একটু সুস্থ লাগলে ওষুধ বন্ধ করে দেয়, এই বিষয়ে আপনার পরামর্শ কী?
উত্তর : আমরা যখন উচ্চ রক্তচাপের রোগী পাই, তখন আমরা বলি আপনাকে ওষুধ শুরু করতে হবে। আসলে শুরু করতে হবে যেহেতু তার দরকার।
আবার অনেকে হয়তো ওষুধ শুরু করেছেন কিন্তু ওষুধ বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করেছেন? উত্তরে হয়তো বলছে, কোনো সমস্যা হচ্ছে না তাই। এটা তো তাকে বুঝতে হবে যে অধিকাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপে কোনো সমস্যা থাকে না। কিন্তু বছরের পর বছর প্রেশার থাকলে অনেক জটিলতার সৃষ্টি হতে পারে।
এ জন্য প্রথমে যখন উচ্চ রক্তচাপ ধরা পড়বে, তখন রোগীকে ভালোভাবে বুঝিয়ে ওষুধটা শুরু করতে হবে। তাকে বুঝতে হবে এই যে শুরু করলাম, এটি চলতে থাকবে আজীবন। এ দুটো বিষয় বুঝাতে হবে।