কী কারণে কোলন ক্যানসার হয়
অনেকে কোলন ক্যানসারে ভুগছেন। এটি কেন হয় বা অন্যতম কারণগুলো কী, তা আজ আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক এক আয়োজনে এ নিয়ে কথা বলেছেন ডা. বিলকিস ফাতেমা। অন্ত্রের কোন অংশটিকে আমরা কোলন বলি এবং কখন কোলন ক্যানসার বলি, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শরীরের ঠোঁট থেকে পায়ু, মোটামুটি আমাদের সাত মিটার, কখনও কখনও তার চেয়ে বেশি আট মিটার পর্যন্ত লম্বা। মুখ থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত একটা অংশ আছে, পাকস্থলী থেকে শুরু করে... তার পরে ক্ষুদ্রান্ত্র শুরু হয়। ক্ষুদ্রান্ত্র আসলে সিকাম বলে যেটা আমরা... সিকামের আগ পর্যন্ত আমরা ক্ষুদ্রান্ত্র বলি। আর এ সিকাম থেকে অ্যানাস পর্যন্ত বা পায়ুপথ পর্যন্ত যে অংশটা, এ অংশটাকে আমরা কোলন বলি, বৃহদান্ত্র বা কোলন। এই কোলনে যখন কোনো টিউমার হয়, ক্যানসার হয়, তখন সেটাকে আমরা কোলন ক্যানসার বলি।
কোন বয়সে কোলন ক্যানসার বেশি দেখা যায়? এমন প্রশ্নের জবাবে ডা. বিলকিস ফাতেমা বলেন, বেশির ভাগ ক্ষেত্রে যাঁদের বয়স ৬০-৭০-এর ওপরে, তাঁদের ক্ষেত্রে বেশি হয়। কিন্তু ক্ষেত্রবিশেষে এটি অল্প বয়স্কদেরও হতে পারে। এমনকি অনেক সময় আমরা পেশেন্ট পাই, টিনএজার থেকে শুরু করে ইয়াং যারা, ২০-৩০ বছর বয়স্ক, তাদের ক্ষেত্রেও যে হতে পারে না, তা নয়। হতে পারে।
কী কারণে কোলন ক্যানসারের প্রকোপ বাড়ছে? উত্তরে ডা. বিলকিস ফাতেমা বলেন, দুই জিনিস। একটা হচ্ছে, আগে আসলে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস কম ছিল, মিডিয়াতে জিনিসগুলো আসতও কম। প্রচারও হতো না। ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস বাড়ার সাথে সাথে রোগটাও ধরা পড়ছে আমাদের, চিকিৎসাও হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে, আমাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস... আগেকার মানুষ কায়িক পরিশ্রম বেশি করত, এখন কায়িক পরিশ্রম কম হয় আমাদের। আগে আমরা আঁশযুক্ত খাবার বেশি খেতাম, এখন কিন্তু ফাস্টফুড—বিশেষ করে আমাদের দেশে কোলন ক্যানসারের হার এখনও কম, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কোলন ক্যানসারের হার অনেক বেশি। কারণ, ওদের খাদ্যাভ্যাস যদি আপনি লক্ষ করেন, দেখবেন যে ওরা বেশির ভাগ ক্ষেত্রে, বিশেষ করে ফাস্টফুড, ক্যান ফুড খান। এগুলোর সাথে কোলন ক্যানসারের একটা সম্পর্ক আছে। এবং এই খাবারগুলো দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য করে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য কিন্তু কোলন ক্যানসারের অন্যতম কারণ।