কী কী কারণে স্তন ক্যানসার হয়?
বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারের বেশি মানুষ স্তন ক্যানসারে আক্রান্ত হয়। এদের মধ্যে ৯৮ শতাংশ নারী। কিছু সংখ্যক পুরুষও রয়েছে—এমনই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
স্তন ক্যানসার ঘাতক ব্যাধি। তবে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা গেলে ক্যানসার নিরাময় সম্ভব। স্তন ক্যানসার আসলে কী এবং এর কারণ কী, এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. রেজওয়ান ইসলাম। বর্তমানে তিনি সেন্ট মাইকেল হসপিটালে ক্যানসার বিভাগে প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ৩৬৫৭তম পর্বে সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
প্রশ্ন : স্তন ক্যানসার কী?
উত্তর : মেয়েদের স্তন ক্যানসার সবচেয়ে বেশি হয়। সারা বিশ্বে ফুসফুসের ক্যানসার সবচেয়ে বেশি, এর পর স্তন ক্যানসার। এটি ছেলেদেরও হয়। তবে খুব কম।
প্রশ্ন : স্তন ক্যানসারের কারণ কী?
উত্তর : ৯০ ভাগ স্তন ক্যানসারের কারণ আমরা জানি না। আর ১০ ভাগ হলো জিনগত কারণ। মানে পারিবারিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ স্তন ক্যানসারের ক্ষেত্রে। তবে খাবার, মুটিয়ে যাওয়া, অস্বাস্থ্যকর জীবন যাপন—সবকিছু মিলিয়ে এটি হতে পারে, ধারণা করা হয়। পাশাপাশি বয়সেরও একটি প্রভাব রয়েছে। বয়স বাড়তে থাকলে ক্যানসার হওয়ার প্রবণতাও বাড়তে পারে।
প্রশ্ন : মেনোপজের সঙ্গে কি স্তন ক্যানসারের সম্পর্ক রয়েছে?
উত্তর : মেনোপজের পরে যাদের হরমোন রেসিপটর পজিটিভ থাকে তাদের হতে পারে।