কোন বয়সে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেওয়া উচিত?
অনেকেই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হেপাটাইটিস বি ভাইরাস ও এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান সুস্থতার ব্যবস্থাপত্র-এর একটি পর্বে হেপাটাইটিস বি ভাইরাস ও এর চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলেছেন আজগর আলী হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রারোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. উৎপল দাশগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. উৎপল দাশগুপ্ত বলেন, হেপাটাইটিস বি ভাইরাস রোগীদের বলব, এইচবিএস পজিটিভ থাকলেই আপনি রোগী নন। এইচবিএস পজিটিভ মানেই জন্ডিস নয়। আমাদের শরীর সব জীবাণুর সাথে যুদ্ধ করার জন্য সক্রিয়। ৮০ শতাংশ হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ নিজে নিজেই বডি ক্লিয়ার করে দেয়। এইচবিএস নেগেটিভ করে দেয়। কিন্তু যাদের শরীরে থেকে যায়, এটা লং টার্মের জন্য থাকে। দেখা যায় যে অ্যাপারেন্টলি সুস্থ মানুষ, বিদেশে যাচ্ছে অথবা কোনও একটা স্ক্রিনিং করতে গিয়ে ধরা পড়ল। তখন আমরা দেখি তার যে এইচবিএস আছে, সেটা সক্রিয় ভাইরাস না কি ভাইরাসটা সুপ্ত অবস্থায় জাস্ট আছে। আমরা রোগীদের বলি, আপনার হেপাটাইটিস বি ভাইরাস আছে, কিন্তু আপনি এখন পেশেন্ট না, দুশ্চিন্তা করতে হবে না, রেগুলার ফলোআপে থাকতে হবে।
হেপাটাইটিস বি ভাইরাস যদি শরীরে প্রবেশ করে, তাহলে টিকা নেওয়ার কোনও গুরুত্ব থাকে না। এই ভ্যাকসিনটি নেওয়ার কোনও বয়স আছে কি না। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. উৎপল দাশগুপ্ত বলেন, আসলে ১০-১২ বছর ধরে আমাদের ইপিআই শিডিউলেই এইচবিএস, হেপাটাইটিস টিকাটা চলে আসছে। প্রত্যেকটা বাচ্চা জন্ম হওয়ার পরেই টিকা পেয়ে যায়। ১০ বছর আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন, তাঁদের খুব সম্ভবত দেওয়া হয়নি। তাঁদের আমি এটাই বলব, হেপাটাইটিস বি খুব মারাত্মক একটা রোগ। আর এটা থেকে লিভার সিরোসিস, লিভার ক্যানসার হওয়ার চান্স থাকে। এ সমস্ত কিছু দূর করতে টিকা নেওয়া প্রয়োজন। সব এডাল্ট মানুষের এইচবিএস পরীক্ষা করে নেগেটিভ থাকলে টিকা নেওয়া উচিত।
হেপাটাইটিস বি ভাইরাস, টিকা এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশদে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।