কোলন ক্যানসারে স্ক্রিনিং কতটা যুক্তিযুক্ত এবং সফলতা কতটুকু
অনেকে কোলন ক্যানসার বা মলাশয়ের ক্যানসারে ভুগছেন ও ঝুঁকিতে রয়েছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে কোলন ক্যানসারে স্ক্রিনিং কতটা যুক্তিযুক্ত এবং সফলতা কতটুকু সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কোলন ক্যানসারে স্ক্রিনিং কতটা যুক্তিযুক্ত এবং সফলতা কতটুকু, সে সম্পর্কে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
কোলন ক্যানসারে স্ক্রিনিং কতটা যুক্তিযুক্ত এবং সফলতা কতটুকু, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা বলেন, একচুয়ালি আমাদের দেশ তো উন্নয়নশীল দেশ এবং ট্রিটমেন্ট কস্টটা সব ফ্যামিলির পক্ষে পসিবল হয় না; বিশেষ করে ক্যানসারের ট্রিটমেন্ট। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা প্রাথমিক পর্যায়ে নির্মূল করতে পারি, এই রোগের যে বিশাল ব্যয়ভার, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এবং আমি মনে করি যে রোগীর জীবন যাপনও অনেক সহজ হয়ে যায়।
ডা. বিলকিস ফাতেমা বলেন, যে ক্যানসারই হোক না কেন, যদি এটা অ্যাডভান্স স্টেজে ডায়াগনোসিস হয়, ডাক্তারদের তখন কিছু করার থাকে না। আমরা ট্রিটমেন্ট করি, রোগীর কষ্ট বাড়ে, মৃত্যু দীর্ঘায়িত হয়। কিন্তু যদি আমরা ক্যানসার হওয়ার আগে কিংবা প্রাথমিক পর্যায়ে যদি ধরে ফেলতে পারি রোগটি, তাহলে ক্যানসার নির্মূল করা খুবই সহজ। সে ক্ষেত্রে ব্যয়ভার অনেক কমে যায়। সে ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে।
কোলন ক্যানসার স্ক্রিনিং সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।