গাড়িতে চড়লে বমি আসে ? আদায় আছে সমাধান
বাস, ট্রেন বা প্লেনে চড়লে কি বমি আসে আপনার? অনেকেই এই সমস্যায় ভোগেন। গাড়িতে চড়ার পর বমি আসার এ সমস্যাকে মোশন সিকনেস বলা হয়। মোশন সিকনেস মূলত মস্তিষ্কের একটি সমস্যা।
আমাদের অন্তঃকর্ণ দেহের গতি ও জড়তার ভারসাম্য ঠিকঠাক রাখে। গাড়িতে চড়ার পর অন্তঃকর্ণ মস্তিষ্কে তথ্য পাঠায় যে সে গতিশীল। তবে চোখ অন্য কথা বলে। কারণ, তার সামনের বা পাশের মানুষ বা গাড়ির সিট স্থির। চোখ ও অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতা কারণে মোশন সিকনেস হয়।
এতে বমি, অসুস্থবোধ করার সমস্যা হয়। আদা এসব সমস্যা দূর করতে উপকারী। আদা পাকস্থলীকে আরাম দেয়। এতে বমি বা বমিভাব কমে। বমি কমাতে আদার ব্যবহারের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
বমি কমাতে যেভাবে আদা ব্যবহার করবেন
- একটি সতেজ আদা নিন।
- খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন।
- এবার কন্টেইনারে ভরে ভ্রমণের সময় বহন করুন।
- গাড়িতে চড়ার পর বমি বমি ভাব বা বমি হলে দ্রুত এটি খান।