জেনে নিন প্রাণঘাতী লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণগুলো
লিভার সিরোসিসের ফলে লিভার বা যকৃৎ তার স্বাভাবিক কার্যক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রেই লিভার সিরোসিসে আক্রান্ত রোগী লিভারের ক্যানসারে আক্রান্ত হন। প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তির মধ্যে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। সমস্যা শুরু হয় যখন রোগটি মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিচের লক্ষণগুলোর যেকোনোটি দেখা গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়া জরুরি—
প্রাথমিক পর্যায়
১. দুর্বলতা অনুভব করা
২. সহজেই ক্লান্ত হয়ে পড়া
৩. দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়া
৪. পেটের ডান পাশে ব্যথা হওয়া
৫. জ্বর জ্বর ভাব
৬. ঘন ঘন পেট খারাপ হওয়া
মধ্যম পর্যায়
১. পায়ে-পেটে জল চলে আসা
২. জন্ডিস হওয়া এবং রোগী জ্ঞানও হারাতে পারেন
৩. রক্তবমি ও পায়খানার সঙ্গে রক্ত যাওয়া
মারাত্মক পর্যায়
১. ফুসফুসে জল আসা
২. কিডনি ফেইলিউর বা কিডনির কার্যক্ষমতা হারানো
৩. শরীরের যেকোনো জায়গা থেকে অতিরিক্ত ও নিয়ন্ত্রণবিহীন রক্তপাত