ডায়াবেটিস থেকে মুক্তি তেজপাতায়
চিকিৎসাবিজ্ঞানের উন্নতি হয়েছে অবিশ্বাস্য গতিতে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিত্যনতুন রোগের প্রাদুর্ভাব। আর প্রাণঘাতী হিসেবে যেসব রোগের পরিচিতি রয়েছে সারাবিশ্বে, তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। বলা চলে, জীবনকে দুর্বিষহ করে তুলতে ডায়াবেটিস যথেষ্ট। প্রতিবছর বড় অঙ্কের লোক মারা যান এই রোগে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, ডায়াবেটিস আক্রান্তদের অনেক বেশি নিয়মকানুন মেনে চলতে হয়। এমন বেশ কিছু খাবার রয়েছে, যা আক্রান্ত ব্যক্তির খাওয়া নিষিদ্ধ। তবে এই রোগে দারুণ কার্যকর তেজপাতা। রান্নার স্বাদ বাড়াতে তেজপাতার জুড়ি মেলা ভার। এ ছাড়া এর রয়েছে নানা গুণ, যা ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে। জেনে নেওয়া যাক তেজপাতার অন্যান্য গুণাগুণ সম্পর্কে…
* তেজপাতা উপকারী কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়।
* ফাঙ্গাল ইনফেকশন কমাতে ও কাটাছেঁড়া, ঘা সারাতেও খুবই কার্যকর।
* রক্তে শর্করার পরিমাণ কমায়।
* তেজপাতার ধোঁয়ার গন্ধে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে।
* হজমশক্তি বাড়ায়।
* শরীর থেকে টক্সিন বের করে দেয়।
* তেজপাতায় রয়েছে রুটিন ও ক্যাফেক এসিড। এগুলো হার্টের স্বাস্থ্য ভালো রাখে।
* গরম জলে কয়েকটি তেজপাতা ফুটিয়ে নিন। জল ঠাণ্ডা করে প্রতিদিন এক গ্লাস করে খান। এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।