ত্বকের বর্ণ পরিবর্তন হওয়ার কারণ কী?
লালচে, কালো, বাদামি—ত্বকের স্বাভাবিক বর্ণ কখনো কখনো এসব রঙে পরিবর্তিত হয়ে যায়। ত্বকের বর্ণ পরিবর্তন হওয়ার কারণ কী?
এ বিষয়ে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৫৩তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : কী কী ধরনের সমস্যার কারণে ত্বকের বর্ণ পরিবর্তন হয়?
উত্তর : ত্বকের বর্ণ পরিবর্তন মূলত অনেক কারণে হতে পারে। মুখে বাটার ফ্লাইয়ের মতো কালো হয়ে যায়। একে আমরা মেছতা বলি। আরেক ধরনের বর্ণ পরিবর্তন হয়, ছোট একটি কালো দাগের মতো রয়েছে। ধীরে ধীরে এটি বড় হচ্ছে। এটি ঝুঁকির বিষয়। অনেক সময় সেটি স্কিন ক্যানসার বা মেলানোমা বলে থাকি। সবচেয়ে আতঙ্কিত হয়ে রোগীরা আমাদের কাছে আসে। কোথাও কোথাও সাদা দাগ দেখা যাচ্ছে। একে তারা শ্বেতী বা ভিটিলোগো মনে করে ভুল করে আমাদের কাছে চলে আসে। সাদা দাগও অনেক কারণে পড়তে পারে।
শ্বেতী কারণেই কেবল এমন হয় না, কোনো দুর্ঘটনার কারণে, ওষুধপত্র না যাওয়ার কারণে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এমন হয়। ইনফ্লামেটোরি হাইপোপিগমেনটেশন বলা হয়। নতুন প্রদাহের পরে ওই জায়গা সাদা হয়ে যেতে পারে। এটি কেবল একজন চিকিৎসকই ভালো করে পরীক্ষা করতে পারবেন।