পায়ে পানি আসার কারণ কী?
পায়ে পানি আসা বা ইডিমার অনেক কারণ রয়েছে। ইডিমার কারণের বিষয়ে কথা বলেছেন ডা. আনিসুর রহমান। বর্তমানে তিনি শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৫২তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : পায়ে পানি আসা বা শরীরে পানি আসার কারণগুলো কী?
উত্তর : পায়ে পানি আসার অনেক কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো, হার্ট ফেইলিউর। ক্রনিক লিভার ডিজিজ বা লিভারের যদি কোনো সমস্যা হয়, তাহলেও পায়ে পানি আসতে পারে। তিন নম্বর হলো, কিডনি। কিডনির জন্য নেফ্রটিক সিনড্রম হতে পারে। কিছু ওষুধও রয়েছে যেগুলো পানি আনতে পারে।
এ ছাড়া হাইপোথাইরয়েড একটি রোগ রয়েছে, এ কারণেও পানি আসতে পারে। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে নন পিটিং ইডিমা হয়। দেখা যায়, ফুলে যাচ্ছে। অন্যান্য যে কারণ রয়েছে, সেগুলোতে পায়ে চাপ দিলে দেবে যায়।
অনেক সময় কারণ ছাড়াই পায়ে পানি আসতে পারে। একে বলে ইডিওপ্যাথিক ইডিমা। এতে দুশ্চিন্তার কিছু নেই আবার এড়িয়ে যাওয়ারও কিছু নেই।