মূত্রতন্ত্র বলতে কী বোঝানো হয়?
মূত্রতন্ত্র দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে অন্যতম। কিডনি, ইউরেটার, মূত্রথলি ইত্যাদি নিয়ে মূত্রতন্ত্র গঠিত। মূত্রতন্ত্র কী, এ বিষয়ে কথা বলেছেন ডা. এম ফখরুল ইসলাম।
ডা. এম ফখরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬২০তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : মূত্রতন্ত্র বলতে কী বোঝানো হয়?
উত্তর : মূত্রতন্ত্র বলতে ওপরের দিকে কিডনি, এরপর মূত্রবাহী নালি, অর্থাৎ ইউরেটারস, সেটা এসে যেখানে খোলে, অর্থাৎ ইউরিনারি ব্লাডার; আর ইউরিনারি ব্লাডার থেকে প্রস্রাব যেখানে নিঃসরণ হয়, অর্থাৎ ইউরেথ্রা, যাকে আমরা বলি মূত্রনালি। একটি হলো মূত্রবাহী নালি, আরেকটি হলো মূত্রনালি। মূত্রবাহী নালি বলতে আমরা সাধারণত ইউরেটার বোঝাই। এর সঙ্গে পুরুষের ভেতর জেনাইটাল অঙ্গ আসে। এটা এর ভেতর যুক্ত হয়।
নারীদের ক্ষেত্রে একে বলা হয় ইউরিনারি সিস্টেম। আর পুরুষের জন্য জেনটিটোরিনারি সিস্টেম।