শীতে শিশুর শ্বাসকষ্ট : কখন হাসপাতালে যেতে হবে?
শীতে শুষ্ক আবহাওয়া, ধুলাবালি শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে দেয়। শিশুর শ্বাসকষ্ট হলে কখন হাসপাতালে নিয়ে যেতে হবে, এ বিষয়ে কথা বলেছেন ডা. আবিদ হোসেন মোল্লা।
ডা. আবিদ হোসেন মোল্লা বর্তমানে বারডেম হাসপাতালে শিশু বিভাগের প্রধান। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৫৬তম পর্বে সাক্ষাৎকারটি প্রচার হয়।
প্রশ্ন : শীতে শিশুর শ্বাসকষ্ট হলে করণীয় কী?
উত্তর : যখন দেখা যাবে, শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে গেছে, গলার নিচের অংশ দেবে যাচ্ছে, বুকের খাঁচা ভেতরে ঢুকে যাচ্ছে—এটি এমন এক পরিস্থিতি, যেখানে চিকিৎসা করা দরকার। এ ক্ষেত্রে আমরা রোগীকে হাসপাতালে নিতে বলি। হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি বিশ্লেষণ করে, প্রয়োজনীয় যে চিকিৎসা, সেটি দিতেই হয়।
একটি বিষয় মনে রাখা উচিত। অক্সিজেন মাত্রা ঠিক রয়েছে কি না, সেটি যদি মনিটরিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে ভালো হয়। আমরা অনেক সময় দেখি, বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেছে, তার শরীরে অক্সিজেনের ঘাটতি নেই, সে অক্সিজেন পাচ্ছে। তবে যার দরকার আছে, যার অক্সিজেন কমে গেছে, তখন কিন্তু অক্সিজেন পাওয়া যায় না। ব্যবস্থাপকদের স্বার্থে সিচুয়েশন মনিটর লাগিয়ে বোঝা যেতে পারে, তার কতটুকু অক্সিজেন দরকার। অক্সিজেনের বাইরে অ্যান্টিবায়োটিক তো দেওয়াই হয়। তবে এখানে গুরুত্বপূর্ণ হলো, মা-বাবা কখন তার শিশুকে হাসপাতালে নিয়ে যাবেন, সেটি।
এক, যদি দেখা যায় যে বাচ্চার খুব শ্বাসকষ্ট হচ্ছে—মা নিজেই বুঝতে পারবে, বাচ্চা আগে যেমন শ্বাস নিত, এর চেয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে। দুই নম্বর হলো, বাচ্চা ঘুমিয়ে রয়েছে, শ্বাস নিচ্ছে, বুক দেবে যাচ্ছে। অনেক সময় দেখা যায়, এই বাচ্চা নেতিয়ে পড়েছে। এ রকম দেখলে দেরি না করে দ্রুত শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।