শুষ্ক ত্বক বিষয়টি কী?
শীত এলে ত্বক শুষ্ক হয়ে যায়। এ ছাড়া অনেকের ত্বক এমনিতেও শুষ্ক থাকে। ত্বকের শুষ্কতা বিষয়টি আসলে কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬০৯তম পর্বে কথা বলেছেন ডা. জেসমিন মনজুর। বর্তমানে তিনি কো-অরডিনেটর ডিপার্টমেন্ট অব ডার্মাটোলজি ও লেজার সেন্টার, অ্যাপোলো হসপিটালে ডার্মাটোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীত আসছে। তার আগেই ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে। শুষ্ক ত্বকে বিভিন্ন সমস্যা হয়। শুষ্ক ত্বক বিষয়টি আসলে কী?
উত্তর : এখন তো শীতকাল। বাতাসের আর্দ্রতা অনেক কমে গেছে। শীত আসতে না আসতেই ত্বক শুকানো শুরু হচ্ছে। শীতে প্রচুর রোগী আসে শুষ্ক ত্বক নিয়ে। আবার শুষ্ক ত্বক নিয়ে যে আসে, তা নয়। আসে চুলকানি নিয়ে। শুষ্ক ত্বক খুব চুলকায়। কোনো রোগের প্রয়োজন নেই। কেবল ত্বক শুষ্ক হলেই অসম্ভব চুলকায়। বিশেষ করে হাত ও পা শুষ্ক হয়ে গেলে প্রচুর চুলকাতে থাকে। রোগী বোঝে না, এটি ত্বকের শুষ্কতার কারণে হয়েছে। ভাবে যে চুলকানিই হয়েছে। যেহেতু শীতকাল বাতাসে আর্দ্রতা কম হবেই, ত্বক শুষ্ক হবে।
সবার জানা উচিত কীভাবে ত্বক শুষ্ক হয়ে যায়? শুষ্ক ত্বক থেকে চুলকাবে। চুলকাতে চুলকাতে এক্সিমার মতো হয়ে যাবে। কিছু রোগী রয়েছে, যেমন, ইকথায়োসিস রোগী রয়েছে, তাদের তো জিনগতভাবে ত্বক শুষ্ক থাকে। তাদের ত্বক শীতকালে আরো বেশি শুষ্ক হয়ে যায়।
তাই সবচেয়ে জরুরি হলো, কীভাবে ত্বকের শুষ্কতা প্রতিরোধ করা যায়। এটা আমরা সারা বছরই শেখাতে থাকি। কারণ, সোরিয়াসিস, এক্সিমা, ইকথায়োসিস রোগীদের আমাদের শেখাতে হয়।