মস্তিষ্কের টিউমারের চিকিৎসা এ দেশে কেমন?

মস্তিষ্কের টিউমারের চিকিৎসায় বাংলাদেশ এখন এগিয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. জিল্লুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমাদের দেশ মস্তিষ্কের টিউমারের চিকিৎসায় কতটা সফল হয়েছেন বা কতটা আধুনিক প্রযুক্তি এসেছে বলে আপনি মনে করেন?
উত্তর : আমাদের দেশে পাঁচ/সাত বছর ধরে অস্ত্রোপচার করার পদ্ধতিতে অনেক পরিবর্তন হয়েছে। অনেক আধুনিক পদ্ধতি চলে এসছে। রেডিওথেরাপি, কেমোথেরাপির যে ওষুধ, যন্ত্র সেগুলোতেও উন্নতি হয়েছে। বলা যায় যে উন্নত বিশ্বের কাছাকাছি এখন আমাদের চিকিৎসার মান চলে আসছে। মস্তিষ্কের টিউমারের চিকিৎসা আগের তুলনায় ভালো হচ্ছে।
প্রশ্ন : অস্ত্রোপচারের পর রোগীর জীবনযাপন পরিবর্তনের ক্ষেত্রে কী পরামর্শ থাকে?
উত্তর : এটা খুবই গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচার করার পর আমরা বলি প্রায় সাধারণ জীবনযাপন করার জন্য। ঝুঁকিপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যেতে বলি। যেমন সিগারেট খাওয়া, স্বাভাবিক যে জীবন একে মেনে চলা, এগুলো করতে বলি।
যদি রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য যে পদ্ধতি, সেগুলো মেনে চলা। সব নিয়ম মেনে চললে এই রোগী স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারে।