অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হোন
অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা জরুরি। নয় তো এক সময় এটি আর ভালোভাবে কাজ করবে না। এতে ভবিষৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬১৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আবু সাঈদ মো. মোসাদ্দেক। বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : এখনই যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা না হয় সেই ক্ষেত্রে কী কী অবস্থার সম্মুখীন আমরা হতে পারি?
উত্তর : আমাদের সময় কোনো সমস্যা নাও হতে পারে। তবে আমাদের ভবিষ্যৎ বংশধর বলতে পারে, তোমরা আমাদের জন্য কী রেখে গেলে? সেই ক্ষেত্রে একটিই উত্তর কোনো কিছুই না। এটা একটা ভয়াবহ অবস্থা। এর দিকে আমরা ধাবিত হতে যাচ্ছি। সাধারণ রোগের চিকিৎসাও তখন অসম্ভব হয়ে যাবে। এই ক্ষেত্রে রোগী মারা যাবে।