কনট্যাক্ট লেন্স, আক্রান্ত হতে পারে চোখ
কনট্যাক্ট লেন্স বা কৃত্রিম লেন্স ব্যবহারের কারণে চোখে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। যাঁরা কনট্যাক্ট লেন্স বেশি ব্যবহার করেন, তাঁদের এই সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। সম্প্রতি একটি গবেষণায় বেরিয়ে এসেছে এমন তথ্য।
গবেষণাটির জ্যেষ্ঠ গবেষক এবং নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাংগোন মেডিকেল সেন্টারের মাইক্রোবায়োলজিস্ট মারিয়া গ্লোরিয়া জানান, ‘আমাদের গবেষণায় পরিষ্কারভাবে দেখা গেছে কনট্যাক্ট লেন্সের মতো বাইরের জিনিসের ব্যবহার, চোখের ভেতরে নিরপেক্ষ ভূমিকা রাখে না।’
মারিয়া গ্লোরিয়া আরো বলেন, ‘এই ব্যাকটেরিয়া হতে পারে লেন্স পরার সময় চোখে আঙুলের স্পর্শ লাগার কারণে। অথবা লেন্সের সরাসরি চাপ চোখের ওপর প্রভাব ফেলে এবং চোখের রোগ প্রতিরোধক্ষমতার পরিবর্তন করে- এ কারণে।’
গবেষণাটিতে নয়জন নিয়মিত কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীর সঙ্গে ১১ জন অব্যবহারকারীর তুলনা করা হয়। গবেষণার ফলাফলে দেখা যায়, যাঁরা নিয়মিত লেন্স ব্যবহার করেন তাঁদের চোখের ত্বকে একই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। আর যাঁরা ব্যবহার করেন না, তাঁদের এই ধরনের ব্যাকটেরিয়া নেই এবং তাঁদের সমস্যাও কম।’
ফলাফলে আরো দেখা যায়, কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীরা তিনগুণ বেশি এই সমস্যায় ভোগেন যাঁরা ব্যবহার করেন না তাঁদের তুলনায়। গবেষকরা বলেন, এই ব্যাকটেরিয়া চোখের চারপাশে ছড়িয়ে পড়ে।
আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির বার্ষিক সভায় এই গবেষণা উপস্থাপন করা হয়।
গবেষকরা জানান, এই গবেষণা বিশেষজ্ঞদের সাহায্য করবে চোখের ব্যাকটেরিয়া হওয়ার কারণ বোঝার জন্য এবং কেন লেন্স ব্যবহারকারীদের থেকে যাঁরা ব্যবহার করেন না তাঁদের চোখে ব্যাকটেরিয়া কম হয়, এটা বুঝতেও সাহায্য করবে। গবেষকদের মতে, তাঁদের এই গবেষণা চোখে ব্যাকটেরিয়ার সংক্রমণ ও এর চিকিৎসায় নতুন পথ উন্মোচিত হলো।