অ্যাডিনয়েডের চিকিৎসা কী?

অ্যাডিনয়েড ও টনসিলের সমস্যায় প্রথমে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। তবে খুব বেশি সমস্যা করলে অস্ত্রোপচার করার প্রয়োজন পড়ে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৩৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের নাক কান গলা বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যাডিনয়েড হলে করণীয় কী?
উত্তর : বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি তার সবচেয়ে বড় চিকিৎসক হলো বাবা-মা। কারণ, বাবা-মায়ের কাছে তার সবচেয়ে সম্পদ হলো সন্তান। বাবা-মাকে প্রথমে খেয়াল রাখতে হবে, তার বাচ্চাটা কি মুখ হাঁ করে শ্বাস নেয় বা অ্যাডিনয়েডের কি কোনো লক্ষণ দেখা যাচ্ছে।
ইএনটি বিশেষজ্ঞরা প্রথমে সহজ একটি এক্স-রে করি। নাকে একটি পার্শ্ব ছবি নিই। এক্স-রে করে আমরা একটি মাপ দিতে পারি, আসলে তার অ্যাডিনয়েডের বৃদ্ধি কতটুকু। যদি খুব সামান্য বৃদ্ধি হয়, তাহলে দেখা যায় কিছু ওষুধ দিলে অনেকটাই ঠিক হয়ে যায়। তবে যদি দেখি এটি এতটাই বড় থাকে যে বাতাস যাওয়ার যে রাস্তা, একদম পুরোপুরি ব্লক করে ফেলে। একসঙ্গে এই বাচ্চাগুলোর টনসিলের সমস্যাগুলোও থাকে, দেখা যায় যে গলা ব্যথা থাকে। তখন বাবা-মাকে খুব অপ্রিয় হলেও বলতে হয়, আপনার বাচ্চার অস্ত্রোপচার করিয়ে নেন। যখন এই কথা বলি, তখন তাঁরা খুবই ভীত হন। তবে মজার বিষয় হলো, বাচ্চাদের অস্ত্রোপচারের মধ্যে সারা বিশ্বে এ ধরনের অস্ত্রোপচার অনেক হয়।