জরায়ুমুখের টিউমার কী?
জরায়ুর মুখে টিউমার অনেকের হয়ে থাকে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. নাজলিমা নারগিস। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জরায়ুর টিউমার জিনিসটি আসলে কী?
উত্তর : জরায়ু তো মেয়েদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। একে আমরা ইউটেরাস বলি। একটি মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন প্রতিমাসে ঋতুস্রাব হয়। একটি নির্দিষ্ট বয়সের পরে গিয়ে যখন স্বামী-স্ত্রী একসঙ্গে থাকে, তখন জরায়ুর প্রধান কাজ হয়ে থাকে গর্ভধারণ। স্বাভাবিকভাবে এই নিয়মেই মানুষের জীবন চলে থাকে। এর বাইরে যখন জরায়ুতে নতুন করে কোনো কিছুর বৃদ্ধি হয়, নতুন কোনো একটি মাংস পিণ্ড তৈরি হওয়া—একেই বলি টিউমার। এই টিউমার সাধারণত ভালো ও খারাপ দুই ধরনের হয়। যখন ভালো হয়, একে আমরা বলি বিনাইন টিউমার। আর খারাপ টিউমারকে আমরা সাধারণত ক্যানসার বলে থাকি। জরায়ুতে যে টিউমারগুলো সাধারণত হয়ে থাকে, এর মধ্যে ফাইব্রয়েড, ইউটেরাস বা লিউমায়োমা হলো সবচেয়ে প্রচলিত। মেয়েদের এই রিপ্রোডাকটিভ জীবনের মধ্যে সবচেয়ে বেশি যেটি হয়ে থাকে, সেটি হলো ফাইব্রয়েড ইউটেরাস বা জরায়ুর টিউমার।