হার্ট অ্যাটাক কি অল্প বয়সে হতে পারে?
আগে প্রবীণ বয়সেই কেবল হার্ট অ্যাটাকের কথা শোনা গেলেও বর্তমানে জীবনযাপনের পরিবর্তন বা অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে তরুণদেরও হার্ট অ্যাটাক হতে দেখা যায়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানে ২৬৫৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এম এ বাকী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাক কি অল্প বয়সে হতে পারে?
উত্তর : এখন খাদ্যাভ্যাসের কারণে প্রেশার, ডায়াবেটিস ইত্যাদির কারণে হার্ট অ্যাটাক সারা পৃথিবীতেই বেড়ে গেছে। এগুলো বিভিন্ন কারণে হতে পারে। পরিবেশগত কারণে, আমাদের খাদ্যাভ্যাসের কারণে, চলাফেরার কারণে, দৈহিক পরিশ্রম ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের এই জিনিসগুলো বেড়ে গেছে। এই জিনিসগুলো বেড়ে যাওয়ার কারণে এখন অনেক অল্প বয়সে হার্টের রক্তনালি ব্লক হয়ে যাচ্ছে। এখন আর নিশ্চিন্তে থাকার উপায় নেই যে অল্প বয়সে হার্ট অ্যাটাক হবে না। অল্প বয়সেও হতে পারে।