সাইনাস কী, এতে কী সমস্যা হয়?
সাইনাস দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। মূলত এটি বাতাস চলাচলে সাহায্য করে। এ ছাড়া আরো কাজ করে এটি। সাইনোসাইটিস, নাকে পলিপ ইত্যাদি সাইনাসের বিভিন্ন সমস্যা।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৮১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. কামাল মাসুদ। বর্তমানে তিনি শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাইনাস কী? এটি আমাদের কী উপকারে আসে?
উত্তর : নাকের দুই পাশে, আমাদের মুখের যে কিছু হাড় থাকে, এর ভেতরে এক ধরনের কুঠুরি থাকে। এখানে স্বাভাবিকভাবে বাতাস থাকে। এটি সাইনাস। সাইনাসের কাজ হলো ভেন্টিলেশনে সাহায্য করা। সাইনাসের ভেতরে কিছু মিউকোসা থাকে। এগুলো দিয়ে কিছু নিঃসরণ হয়। এখানে পানির মতো জমে। সেগুলো নাক দিয়ে বের হয়ে আসে। সাইনাসের কাজ হলো আমাদের মাথা বা এই এলাকাটাকে হালকা অনুভূত রাখা। যেহেতু বাতাস চলাচল করবে। আমরা যে কথা বলি সেখানেও এটি সাহায্য করে। সাইনাস নাকের দুই পাশে এবং কপালের উপরের দুইপাশে থাকতে পারে।
প্রশ্ন : সাইনাসে সাধারণত কী ধরনের সমস্যা হয়?
উত্তর : এর প্রচলিত সমস্যা হলো সাইনোসাইটিস। এর মধ্যে প্রচলিত হলো ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ফ্রন্টাল সাইনোসাইটিস। আর সব সাইনাস যখন যুক্ত হবে আমরা বলি পেন সাইনোসাইটিস।
প্রশ্ন : সাইনোসাইটিস ছাড়া আর কী সমস্যা হয়?
উত্তর : সাইনোসাইটিস ছাড়া নাকের পলিপ হতে পারে। এ ছাড়া বিনাইন কিছু টিউমার হতে পারে। অথবা ম্যালিগন্যান্সি হতে পারে।