শ্বেতী রোগ নির্ণয়ে পরীক্ষা কী?
শ্বেতী রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি স্কিন স্কয়ারের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শ্বেতী রোগ হওয়ার জন্য কি আপনাদের কোনো পরীক্ষা রয়েছে?
উত্তর : অবশ্যই নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা আছে। নিশ্চিতভাবে রোগীকে বলার জন্য। আলো ফেললে ওই আলোটা শ্বেতী রোগের ক্ষেত্রে বিশেষ একটি রং তৈরি করে। অন্য রোগের ক্ষেত্রে যেগুলো বলছিলাম যে ছুলি অথবা সেভরিক ডার্মাটাইটিস, ওখানে সে রকম রং তৈরি করে না। সুতরাং এই পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ আমাদের রোগ নির্ণয়ের জন্য। আরো রক্তের পরীক্ষা আছে। অ্যান্টিবডি আমরা দেখে থাকি। দেখি যে কোনো অ্যান্টিবডি শরীরে আছে কি না। শ্বেতী হওয়ার পেছনে অ্যান্টিবডি সার্কুলেশন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যান্টিবডি মানে অতি-সংবেদনশীল স্বয়ংক্রিয় কোষ, যেটি শরীরের ভেতর চলাচল করতে পারে। হঠাৎ করে উৎপত্তি হতে পারে। এটি আমাদের স্বাভাবিক রঙের বিরুদ্ধে কাজ করে এবং সাদা করে থাকে। রং তৈরি করে মেলানোসাইট নামে এক ধরনের কোষ। এই কোষকে সে ধ্বংস করে দেয়। সুতরাং আমরা রক্তের পরীক্ষা করে এই জিনিসও ধরতে পারি। যদি বেশি পরিমাণে থাকে, তখনই রোগ নির্ণয় করা সহজ হয়। এ ছাড়া বায়োপসিও কিছুটা সাহায্য করে। কিন্তু বায়োপসি করার আগে এগুলো নির্দিষ্ট করে দেয়। নিশ্চিত হয়ে যাওয়ার পরেই প্রাথমিকভাবে চিকিৎসা শুরু হয়।