বিশ্ব স্বাস্থ্য দিবস
সারা বিশ্বে বিষণ্ণতায় আক্রান্ত ৩০ কোটি মানুষ
বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। দিবসটি কেন্দ্র করে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. মোজাহেরুল হক। তিনি দীর্ঘদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশ্ন : আজকের দিবসের মূল প্রতিপাদ্য কী?
উত্তর : আসলে সারা বিশ্বে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে। প্রতিবছরই এর একটি থিম থাকে। যেমন, ২০১৬-তে আমাদের থিম ছিল ডায়াবেটিস। কারণ, দেখা গেছে পৃথিবীতে ডায়াবেটিসের প্রকোপ অনেক বেড়ে গেছে। সেটা আমাদের দেশেও আমরা দেখি। এ বছরের প্রতিপাদ্য হলো ডিপ্রেশন : লেটস টক। অর্থাৎ বিষণ্ণতা : আসুন, কথা বলি। এখন কথা হলো, কেন এই বিষয়টিকে প্রতিপাদ্য করা হলো? ডব্লিউএইচও দেখেছে, সারা বিশ্বে ৩০০ মিলিয়ন লোকের অসুস্থতার কারণ হয়ে গেছে ডিপ্রেশন। ৩০ কোটি লোক সারা বিশ্বে বিষণ্ণতায় ভুগছে। এটি একটি রোগ। এই রোগটির বিভিন্ন কারণগুলো সারা বিশ্বের বিভিন্ন দেশে উপস্থিত।