আগুনে পিঁপড়ার কামড়ের ঘরোয়া সমাধান
আগুনে পিঁপড়া বা বিষ পিঁপড়ার কামড় যাঁরা খেয়েছেন, তাঁরাই বোঝেন এর ব্যথা কতটা তীব্র। কয়েকদিন ভুগতে হয় এই যন্ত্রণা নিয়ে। পিঁপড়ার কামড়ে চুলকানো, ব্যথা, আক্রান্ত স্থান লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হয়। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি দিয়েছে এর কিছু ঘরোয়া সমাধান।
সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন
কোনো চিকিৎসা নেওয়ার আগে প্রথমে হাতের মধ্যে ওঠা পিঁপড়া সরিয়ে ফেলা দরকার। এই জন্য সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলুন এবং সংক্রমণ প্রতিরোধ করুন।
ঠান্ডা সংকোচন
ঠান্ডা সংকোচন চুলকানো কমাতে কাজ করে এবং ফোলাভাব কমায়।
১. একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে কিছু বরফের টুকরো দিন। একে পাতলা তোয়ালে দিয়ে ঢাকুন।
২. পাঁচ মিনিট আক্রান্ত স্থানে রাখুন।
৩. কিছুক্ষণ বিরতি দিন এবং পুনরায় করুন।
৪. দিনে যতবার প্রয়োজন এটি করুন। এ ছাড়া ঠান্ডা পানি দিয়ে ঝাপটা দিন।
সাদা টুথপেস্ট
টুথপেস্ট আক্রান্ত জায়গাকে ঠান্ডা করে এবং স্পর্শকাতরতা কমায়। দ্রুত সমাধানের জন্য নিয়মিত ব্যবহার করার টুথপেস্ট লাগাতে পারেন।
১. আক্রান্ত স্থানে সাদা টুথপেস্ট মাখুন।
২. একে ১০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. যতবার প্রয়োজন এই প্রক্রিয়া চালিয়ে যান।
মধু
মধুর মধ্যে রয়েছে ময়েশ্চারাইজিং উপাদান। এটি ত্বককে প্রশমিত করে। এটি চুলকানো ও ফোলাভাব কমায়।
১. আক্রান্ত স্থানে সামান্য কাঁচা মধু লাগান।
২. ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩. যতবার প্রয়োজন এটি করুন।