হঠাৎ ওজন কমছে?
বাড়তি ওজন শরীরের ক্ষতি করে। আর তাই ওজন কমাতে উঠেপড়ে লাগেন অনেকেই। তবে যদি কোনো চেষ্টা ছাড়াই হঠাৎ ওজন কমতে শুরু করে, সেটি কিন্তু ভালো কথা নয়। অনেক রোগের লক্ষণ এটি।
হঠাৎ ওজন কমে যাওয়া যেসব রোগের লক্ষণ সেগুলো নিয়ে জানিয়েছে জীব্নধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. থাইরয়েডের বিষয়ে
হাইপার থাইরয়েডিজমের একটি প্রচলিত লক্ষণ ওজন কমা। হাইপার থাইরয়েডিজমের সমস্যায় থাইরয়েড গ্রন্থি থেকে বেশি হরমোন নিঃসরণ হয়। এই সমস্যাটি হঠাৎ ওজন কমিয়ে দিতে পারে।
২. অন্ত্রের সমস্যা
অন্ত্রের সমস্যার কারণেও হঠাৎ ওজন কমে যায়। এর মধ্যে একটি হলো কোলিয়াক ডিজিজ। এটি অটোইমিউন ডিজঅর্ডার। এর কারণেও ওজন কমার সমস্যা হতে পারে।
৩. বিষণ্ণতা
বিষণ্ণতা বা ডিপ্রেশনে থাকলে বেশির ভাগ সময় ক্ষুধা কমে যায়। আর ক্ষুধা কমলে খাওয়ার পরিমাণও কমে যায়। এতে ওজন কমে।
৪. রিউমাটয়েড আরথ্রাইটিস
রিউমাটয়েড আরথ্রাইটিসের মতো প্রদাহজনিত অবস্থায় অধিকাংশ সময় ক্ষুধা কমে আসে। এটিও ওজন কমাতে দায়ী।
৫. ক্যানসার
ক্যানসারের একটি অন্যতম লক্ষণ হলো হঠাৎ ওজন কমে যাওয়া। তাই হঠাৎ খুব বেশি ওজন কমতে শুরু করলে সতর্ক হোন। তাই এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।