গলগণ্ড রোগ কি ক্যানসারে রূপ নিতে পারে?
গলগণ্ড রোগ থাইরয়েড গ্রন্থির একটি সমস্যা। এ রোগে গলার সামনে এক ধরনের ফোলাভাব থাকে। সময়মতো রোগটি চিকিৎসা না হলে এটি ক্যানসারে বদলাতে পারে।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোস্তফা কামাল মাসুদ।
প্রশ্ন : গলগণ্ড রোগ থেকে কি ক্যানসার হতে পারে?
উত্তর : সব গয়েটার বা গলগণ্ডে ম্যালিগনেন্সি হয় না। দীর্ঘদিন থাকার পর এটি থেকে ক্যানসার হতে পারে, আবার নাও হতে পারে। তবে এই ক্ষেত্রে মেকানিক্যাল কিছু সমস্যা হতে পারে। গলার সামনে যদি বড় ধরনের ফোলা থাকে বা গয়েটার থাকে, সেই ক্ষেত্রে দেখা যায়, রোগীর বিভিন্ন শারীরিক সমস্যা হয়। তার খেতে সমস্যা হতে পারে, শ্বাসনালিতে চাপ দিয়ে শ্বাসকষ্ট হতে পারে। এ ধরনের শারীরিক সমস্যায় ভুগতে পারে। এটি তার জন্য সুখকর কিছু নয়। সুতরাং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময়মতো সার্জারি করে ফেলা ভালো।