আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কখন করতে হয়?

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা ছোট বয়সেই শুরু করা প্রয়োজন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭১০তম পর্বে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোডন্টিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রশ্ন : আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কখন থেকে শুরু করা উচিত?
উত্তর : আসলে সময়টা না জানার জন্য আমাদের বড় ক্ষতি হয়ে যায়। আঁকাবাঁকা দাঁতের চিকিৎসার দুই ধরনের পর্যায় হতে পারে। ফেস ওয়ান আর ফেস টু। ওপরের চোয়াল লম্বা অথবা নিচের চোয়াল যদি লম্বা বা ছোট হয়, চোয়াল আঁকাবাঁকা, উঁচু-নিচু হয়, এগুলোর চিকিৎসা অবশ্যই সাত/আট বা নয় বছরের মধ্যে করতে হয়। এ ক্ষেত্রে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন কোন সময়ে হবে। এর মানে সাত বছর থেকে অন্তত চিকিৎসকের কাছে চলে যেতে হবে। হয়তো ডাক্তার দেখে বলবে, আপনি এক বছর বা দুই বছর পরে আসেন। চিকিৎসককে অবশ্যই দেখিয়ে নেওয়া উচিত। ভালো বিশেষজ্ঞের কাছে দেখানো উচিত, বিশেষ করে যাঁরা অর্থোডন্টিকস, যাঁরা আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করেন।
প্রধানত চিকিৎসা করা হয় ১১/১২ বছর বয়সে। ১১ বছর বয়সে দুধের দাঁত পরে স্থায়ী দাঁত ওঠে। কারো ১২ বছর বা ১৩ বছর লাগতে পারে। আপনার শুধু মনে রাখতে হবে, সব দুধের দাঁত যেদিন পড়ে যাবে, তার এক থেকে দুই মাসের মধ্যে অবশ্যই আপনি চিকিৎসকের সঙ্গে দেখা করবেন।
এখানে একটি কথা আছে। যদি কারো ১৮ বছর বয়সে দুধের দাঁত পড়ে, তাহলে সে কি ১৮ বছর পরে আসবে? না। খেয়াল রাখতে হবে ১২ পার হয়ে গেছে, অথচ দুধের দাঁত সব পড়ে যায়নি, সে ক্ষেত্রে অবশ্যই ১১ শেষ ১২ শুরু—এ রকম সময়ে উনি একবার অর্থোডন্টিকসের সঙ্গে দেখা করবেন। উনি সিদ্ধান্ত দেবেন, কখন থেকে এই চিকিৎসা শুরু করতে হবে। যদি মনে করে এক বছর পরে, তাহলে এক বছর পরে শুরু করা উচিত। যদি মনে করে এখন শুরু করতে হবে, এখন শুরু করা উচিত।
তবে কেন এ সময় শুরু করতে হবে? ১৮ বছরে করা যাবে না, আমি সেই কথা বলছি না। ২০/৩০/৪০/৫০ বছরেও করা সম্ভব। তবে আপনি জানেন, কাদামাটিকে যত গড়ে পুতুল তৈরি করা যায়, একটি শক্ত মাটিকে পানি দিয়ে কাদা করলে সেই বিষয়টি হয় না। ঠিক একই রকমভাবে যদি ১২/১৩ বছর বয়সে এর চিকিৎসা করেন, তার সমাপ্তিটা ভালো হবে, রিটেনশন (ধারণ) ভালো হবে। এটি যত কম বয়সে করবেন, তত ভালো থাকবে। যত বেশি বয়সে করবেন, তত ধারণ করতে সময় লাগতে পারে।