অতিরিক্ত ঘামের চিকিৎসায় বোটক্স
অতিরিক্ত ঘাম বেশ বিব্রতকর কারণ। এ থেকে গায়ে দুর্গন্ধ, ফাঙ্গাসের সংক্রমণ ইত্যাদি হয়। অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণের আধুনিক চিকিৎসা এখন এ দেশেই আছে।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১২তম পর্বে এ বিষয়ে কথা বলছেন ডা. শার্মিনা হক। বর্তমানে তিনি ভিএলসিসি হেলথ কেয়ার কসমেটিক ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অতিরিক্ত ঘাম হলে করণীয় কী?
উত্তর : এর একটি চিকিৎসা আছে। সেটি হলো বোটক্স ট্রিটমেন্ট। আমরা হাইপার হাইড্রোসিসের ক্ষেত্রে বোটক্সের চিকিৎসা দিয়ে থাকি। বগলে আমরা বোটক্স ইউনিট হিসেবে দিই। ঘামের যে এলাকাটা, সেটাকে নির্ণয় করে বোটক্সকে ইনজেকশনের মাধ্যমে দিই। হাতের তালুতেও আমরা একইভাবে একে ইনজেকশনের মাধ্যমে দিই। প্রথমে বের করতে হবে কোন এলাকা থেকে আমার সমস্যাটা বেশি হচ্ছে। এই বোটক্স ইনজেকশনের প্রভাব থাকবে চার থেকে পাঁচ মাস। যদি আপনি গরমের শুরুতে নেন, পুরো গরমকাল নিশ্চিন্তে কাটাতে পারবেন। আবার চিকিৎসা নিয়েই যে আপনি ছেড়ে দেবেন সেটি নয়, চিকিৎসার পর নিজেরও শারীরিক কিছু বিষয় মেনে চলার দরকার আছে।
সে ক্ষেত্রে আমরা ডিওডোরেন্ট ব্যবহার করতে বলি। ডিওডোরেন্টের ক্ষেত্রে যাদের অতিরিক্ত ঘামের সমস্যা, তারা যদি ড্রাই টাচ ডিওডোরেন্ট ব্যবহার করে সেটি ভালো। সে ক্ষেত্রে ক্ষতির প্রভাব কম হবে।
প্রশ্ন : বোটক্স কী? এটি কীভাবে ঘাম কমায়? এটি কষ্টদায়ক কোনো প্রক্রিয়া কি না?
উত্তর : কষ্টদায়ক নয়। কারণ যখন আমরা এটি দেবো, তার আগে লোকাল অ্যানেসথেটিক ক্রিম ব্যবহার করি। এটি দিয়ে আমরা ৩০ থেকে ৪০ মিনিট রাখি। রেখে আমরা ইনসুলিন সিরিঞ্জ ব্যবহার করি। এই সুইটা খুবই ছোট। এর প্রধান উপাদান বোটলিয়াম টক্সিন, পেশিগুলো শিথিল করে। যখন শিথিল হয়, তখন ঘামের গ্রন্থির কাজ কমে আসছে। এতে ঘামের দেখার পরিমাণ কমে যাচ্ছে। যখন এটি হচ্ছে, ঘাম সম্পর্কিত যত সমস্যা, সেগুলো কমে যাচ্ছে।
প্রশ্ন : বোটক্স চিকিৎসা যদি নিতে চান শরীরের প্রতি অংশভেদে তার খরচ কেমন পড়ে? কতটা সিটিং লাগে?
উত্তর : বোটক্সের ক্ষেত্রে সিটিংটা ছয় মাসে একবার। এটা জটিলতার ওপর নির্ভর করে। যদি সমস্যা খুব বেশি জটিল হয়, তাহলে আমরা বলি চার মাসে একবার।
আমরা আগে এলাকাটা নির্ণয় করে নিই। তখন আমরা পার ইউনিট হিসাব করে দিই।
প্রশ্ন : পার ইউনিট কত খরচ?
উত্তর : ধরেন, এক একটি আন্ডার আর্মসে করতে অন্তত ২০ ইউনিটের বেশি লাগে। যদি ২০ ইউনিট ধরা হয় ১৬ থেকে ২০ হাজার টাকার মধ্যে একটা সিটিং হয়।