সোলমাইন্ডবডি চিকিৎসা কী?

আত্মা, মন, দেহের সম্মিলিত চিকিৎসাকে বলা হয় সোলমাইন্ডবডি চিকিৎসা। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অ্যালার্জি ও ক্লিনিক্যাল বিভাগের সাবেক অধ্যাপক।
প্রশ্ন : সোলমাইন্ডবডি চিকিৎসা কী?
উত্তর : সোলমাইন্ডবডি মানে আত্মা, মন, দেহের সম্মিলিত থেরাপি। আত্মাকে আমরা চার্জ দিই মেডিটেশনের মাধ্যমে। মাইন্ডকে দিই কিছু নিউরোবিক ব্যায়াম। আর শরীরকে দিতে হয় যোগব্যায়াম, প্রাণায়াম ও আকুপ্রেশার। এখানে কোনো ওষুধের ব্যবহার নেই।
দেখুন, আমাদের ৮০ ভাগ রোগ কিন্তু সাইকোসোমাটিক। অ্যাজমা বলেন, অ্যালার্জির কারণে হওয়ার রোগ বলেন, উচ্চ রক্তচাপ বলেন, ডায়াবেটিস বলেন বা পেপটিক আলসার বলেন, যেসব রোগ জীবাণুবাহিত নয়, এর অন্যতম কারণ মানসিক চাপ। এগুলো কমাতে গেলে সোল, মাইন্ড, বডি—তিনটিকে চার্জ দিতে হবে। সুস্থ করতে হবে।
প্রশ্ন : চার্জ দেওয়ার জন্য আপনারা কী করেন?
উত্তর : এ ক্ষেত্রে প্রথমে শিখতে হবে।
প্রশ্ন : আপনি যে প্রশিক্ষণ দেন, সেখানে কী করতে হবে?
উত্তর : আমরা মেডিটেশন শেখাই। নিউরোবিক শেখাই। যোগব্যায়াম, প্রাণায়াম শেখাই।
প্রশ্ন : হলিস্টিক পদ্ধতিতে কি ব্লাড প্রেশার, অ্যাজমা, অ্যালার্জি এগুলো দূর হবে?
উত্তর : অনেকটাই হবে। আমার অনেক রোগী আছে, যারা আগে ইনসুলিন বেশি নিত, তারা এখন স্বাভাবিক জীবনযাপন করছে। এ ছাড়া হলিস্টিকের মাধ্যমে হৃদরোগ যেটি আছে, সেটিও কিন্তু অনেক পরিহার, প্রতিরোধ ও প্রতিকার করা যায়।
প্রশ্ন : শিখিয়ে দিলে কি রোগী একপর্যায়ে ঘরে নিজে নিজে এটি করতে পারেন?
উত্তর : শুরুর দিকে শিখে নিতে হবে। শেখার পর নিজে নিজে করতে হবে। অ্যালার্জেন এড়িয়ে যাওয়া, অ্যালার্জি ভ্যাকসিন, ওষুধ ও সোল মাইন্ড বডি—এই চারটির সম্মিলনে অনেক রোগী ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারেন বা ওষুধ লাগলেও অনেক কম লাগে।