দইয়ের কিছু ভিন্ন ব্যবহার
সাধারণত দই আমরা খাই। তবে খাওয়া ছাড়াও দই কিন্তু ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহার করা যেতে পারে।
যেমন ধরুন, রোদে ত্বক পুড়ে যাওয়ার সমস্যা অনেকেরই হয়। এ সমস্যা সমাধানে কিন্তু দই হতে পারে চমৎকার ঘরোয়া উপাদান। দই ত্বককে প্রশমিত হতে সাহায্য করে।
এক কাপ দই নিন। এর মধ্যে কয়েক ফোঁটা ক্যামোমিল এসেনসিয়াল অয়েল দিন। আক্রান্ত স্থানে এটি ১০ মিনিট রাখুন। এতে আরাম পাবেন।
এ ছাড়া ত্বক ও চুলের যত্নে দইয়ের আরো কিছু ভিন্ন ব্যবহারের কথা জানিয়েছে রিডার্স ডাইজেস্ট।
ত্বকের যত্নে
ত্বকের যত্নে দই ব্যবহার করতে পারেন। দই মুখে লাগিয়ে চক্রাকারে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক এসিড ত্বককে প্রশমিত ও আর্দ্র করবে।
চুলের যত্নে
দই চুলের জন্যও বেশ ভালো। সামান্য দই, কোকোয়া পাউডার ও মধু মিশিয়ে চুলের মাস্ক তৈরি করতে পারেন। এক কাপ দইয়ের মধ্যে দুই টেবিল চামচ কোকোয়া পাউডার ও দুই টেবিল চামচ মধু মেশান। এই মাস্ক ৩০ মিনিট চুলে মেখে রাখুন। এরপর ধুয়ে ফেলুন।
ব্রণ
ব্রণের প্রদাহের সমস্যা সমাধানে দই সরাসরি লাগাতে পারেন। এ ছাড়া দই খেতেও পারেন। দইয়ের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে খান। এটি প্রদাহ কমাতে সাহায্য করবে।
ত্বকের টোনার
দই ত্বকে টোনার হিসেবে ব্যবহার করা যায়। তিন টেবিল চামচ দইয়ের মধ্যে এক চা চামচ লেবুর রস দিন। মিশ্রণটি পাতলাভাবে মুখে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।