চুল পড়া কমাতে চিকিৎসা কী?
চুল পড়া কমাতে জীবনযাপনের ধরন পরিবর্তনের পাশাপাশি কিছু চিকিৎসা রয়েছে। তবে সেগুলো কখন করা যায়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭২২তম পর্বে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক মো. আবদুল ওয়াহাব।
প্রশ্ন : চুল পড়া সমস্যায় কী চিকিৎসা দিয়ে থাকেন?
উত্তর : আমাদের চুল পড়ার ধরনটা জানতে হবে। আমাদের কিন্তু অনেক ধরন আছে। স্কারিং অ্যালোফেসিয়া হলে কিন্তু চুল নষ্ট হয়ে যায়। হেয়ার ফলিকল থেকে চুল গজায়। যে ক্ষেত্রে দেখা যায় হেয়ার ফলিকল নেই, সে ক্ষেত্রে কিন্তু চিকিৎসার ফল ভালো হওয়ার সম্ভাবনা নেই। অনেকের বংশগত বা অ্যান্ডোজেনিটিক সমস্যার কারণে চুল পড়ে। এগুলো প্রচলিত।
বাচ্চা হওয়ার পর চুল পড়ে যাচ্ছে, কোনো কোনো রোগের কারণে চুল পড়ে যাচ্ছে, কারো ক্যানসারের কারণে চুল পড়ে যাচ্ছে, কিছু কিছু ওষুধ সেবনের কারণে চুল পড়ে যাচ্ছে, থাইরয়েড সমস্যা—এসব কারণে যদি চুল পড়ে যায়, একে আমরা বলি নন-স্কারিং অ্যালোফেসিয়া। এ ক্ষেত্রে চুল গজানো সম্ভব।
প্রশ্ন : এর চিকিৎসা কীভাবে করেন?
উত্তর : যদি তার মাথার কোনো রোগ থাকে, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা ইনফেকশন থাকে, তাহলে সেগুলো কমাতে আমরা সেভাবে চিকিৎসা করি।
কিছু কিছু ক্ষেত্রে আমরা নিশ্চিত করি, চুল পড়া একটি স্বাভাবিক বিষয়। অল্প চুল পড়লে কোনো সমস্যা নেই।
অনেকে দেখা যায়, চুলের কিছু কসমেটিক ব্যবহার করে। সে কারণেও কিন্তু চুল পড়তে পারে। সেগুলো থেকে আমরা বিরত থাকতে বলি।